এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের ! এবার সিবিআইয়ের জালে এই হেভিওয়েট !

খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের ! এবার সিবিআইয়ের জালে এই হেভিওয়েট !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কয়েক বছর আগেই জলাভূমি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিহত হন  আন্দোলনকারী তপন দত্ত । আর এই ঘটনার দীর্ঘ ১১ বছর পর তপন দত্তের হত্যাকাণ্ডের তদন্তভার আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে যেতেই  খুশি পরিবারের সকলেই । সিবিআই তদন্তের নির্দেশ শোনার পর এদিন তপন দত্তের স্ত্রী জানান  এতদিনে প্রশাসনের গালে সপাটে চড় মারতে পেরেছি।

প্রসঙ্গত উল্লেখ্য তপন দত্তের খুনের ঘটনায় নাম জড়িয়েছিল হাওড়ার দাপুটে নেতা অরূপ রায়। চার্জশিটে তাঁর নামও ছিল। মোট ১৩ জন নেতার নাম ছিল তাতে অরূপ রায়ের নামও ছিল। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাঁর নাম বাদ দিেয় দেওয়া হয় তালিকা থেকে। এদিন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে মন্ত্রীর নাম বাদ দেয়া হলে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবী। অবশেষে এদিন সিবিআই তদন্তে সুবিচার মিলেবে এমনই আশা করছেন তপন দত্তের পরিবার । সব মলিয়ে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!