এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ২৪-এই রাজ্যে পরিবর্তন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে হুঙ্কার শুভেন্দুর!

২৪-এই রাজ্যে পরিবর্তন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে হুঙ্কার শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন যে, 2024 সালে রাজ্যে পরিবর্তন আসবে এবং বিজেপি সরকার গঠন করবে। স্বভাবতই তার এই বক্তব্য নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। তাহলে কি লোকসভা এবং বিধানসভা ভোট একসাথে হবে, এরকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার ব্যারাকপুরে সভা থেকে আরও একবার সেই বিষয়টি তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন ব্যারাকপুরে বিজেপির একটি সভায় উপস্থিত হন শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে 2024 সালেই রাজ্যে পরিবর্তন হবে বলে জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “অপেক্ষা করুন। 26 সাল লাগবে না, 2024 সালেই পরিবর্তন হবে। বাংলায় একটি রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হবে। গেরুয়া ঝান্ডা উড়বে।” স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই তৃণমূলের চাপ যে অনেকটাই বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!