এখন পড়ছেন
হোম > জাতীয় > জমজমাট কর্ণাটক – পাওয়া যায় নি প্রয়োজনীয় বিধায়ক, ইস্তফা দিতে পারেন ইয়েদুরাপ্পা

জমজমাট কর্ণাটক – পাওয়া যায় নি প্রয়োজনীয় বিধায়ক, ইস্তফা দিতে পারেন ইয়েদুরাপ্পা


ক্রমশ জমে উঠেছে কর্ণাটকের রাজনৈতিক পটভূমি। বিধানসভা নির্বাচনের ফল বেরোলে দেখে যায় ১০৪ জন বিধায়ক নিয়ে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। কিন্তু তা সংখ্যাগরিষ্ঠতা থেকে কম। অন্যদিকে, কংগ্রেস বা জেডিএস অনেকটা পিছনে থাকলেও, মাস্টারস্ট্রোক দিয়ে কংগ্রেস ঘোষণা করে জেডিএসের মুখ্যমন্ত্রীকে তারা সমর্থন করবে। কংগ্রেস ও জেডিএসের মিলিত বিধায়ক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশি হাওয়ায় সবাই ভেবেছিলেন কর্ণাটকের রাজ্যপাল তাঁদেরকেই সরকার গড়তে ডাকবেন। কিন্তু বিজেপিনেতা ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা রাজ্যপালের সঙ্গে দেখা করে একক বৃহত্তম দল হিসাবে সরকার গড়ার দাবি জানান। রাজ্যপাল তাঁকেই সুযোগ দেন – সঙ্গে ১৫ দিনের মধ্যে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমানের জন্য বলেন।

কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস। সুপ্রিম কোর্ট আজকের মধ্যেই ইয়েদুরাপ্পা সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমানের জন্য নির্দেশ দেয়। চাপে পরে যায় বিজেপি শিবির। আজ সংখ্যাগরিষ্ঠতা প্রমানের জন্য আরো ৭ জন বিধায়কের প্রয়োজন। কিন্তু সূত্রের খবর এখনো পর্যন্ত ৬ জন বিধায়ককে সঙ্গে পাওয়া গেছে, ফলে কর্ণাটকের একটা সূত্র থেকে জানা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা প্রমানের আগে যদি আরেকজন বিধায়ককে নিজেদের দিকে বিজেপি টানতে না পারে, তাহলে আর সংখ্যাগরিষ্ঠতা প্রমানের পথে যাবে না তারা। তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন ইয়েদুরাপ্পা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!