এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের চালে সভাপতি বদল সম্ভবত নির্বাচনের আগেই হতে চলেছে, অভ্যন্তরীন ‘বিদ্রোহ’ গেরুয়া শিবিরে

অমিত শাহের চালে সভাপতি বদল সম্ভবত নির্বাচনের আগেই হতে চলেছে, অভ্যন্তরীন ‘বিদ্রোহ’ গেরুয়া শিবিরে


অমিত শাহের চালে সভাপতি বদল সম্ভবত নির্বাচনের আগেই হতে চলেছে, অভ্যন্তরীন ‘বিদ্রোহ’ গেরুয়া শিবিরে। অশোক পারনামিকে সভাপতি পদ থেকে সরিয়ে বিজেপি তথা অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখওয়াতকে সভাপতি পদে অধিষ্ঠিত করতে চাইছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কথাটি বসুন্ধরা রাজে সিন্ধিয়ার কানে যাওয়া মাত্রই শেখওয়াতকে আটকাতে সাততাড়াতাড়ি তিনি দিল্লিতে অনুগামীদের পাঠিয়েছেন। তাঁর অনুগামীদের ব্যাখ্যা অনুযায়ী গজেন্দ্র রাজপূত হওয়ায় জাঠ সম্প্রদায় তাঁকে সভাপতি হিসাবে মেনে নেবে না। এদিকে জাত-পাত বিচার করে সভাপতি করতে গিয়ে চাপের মুখে পড়েছে বিজেপি। সভাপতির নাম ঘোষণা তো দুরস্ত এইদিন দল গজেন্দ্রর বিকল্পের কথা ভাবতে বাধ্য হয়েছে। গোটা রাজস্থান যত টা না বিজেপির ওপর ক্ষুব্ধ তার থেকে বেশি ক্ষুব্ধ বসুন্ধ্যরা রাজের ওপর। ভোটের আগে বসুন্ধরা রাজের অবস্থা নড়বড়ে হলেও দল তীব্র বিদ্রোহের ভয়ে মুখ্যমন্ত্রী বদলের ঝুঁকি নেয় নি। ঠিক এই পরিস্থিতিতেই বিজেপির অন্দরে কোন্দলের আঁচ পেয়ে কংগ্রেস নেতা সচিন পায়লট বলেছেন, ”রাজস্থানে ডুবন্ত বিজেপিতে কেউ দলের দায়িত্বই নিতে চাইছেন না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!