এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার সৌমেন মহাপাত্রের ম্যাজিক শুরু – নিজের গড়ে বড় ভাঙ্গন ধরালেন গেরুয়া শিবিরে

এবার সৌমেন মহাপাত্রের ম্যাজিক শুরু – নিজের গড়ে বড় ভাঙ্গন ধরালেন গেরুয়া শিবিরে


রাজ্যে বেশ কিছুদিন ধরে যেন বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পরে গেছে । কিন্তু সৌমেন মহাপাত্রের বিধানসভা এলাকায় দেখা গেল উল্টোপুরাণ।তাঁর বিধানসভা এলাকা পিংলার সাহারা গ্রামের দু’জন নেতা সহ প্রায় ৫০জন বিজেপি কর্মী বুধবার যোগ দেন তৃণমূল কংগ্রেসে ।রাজনৈতিক মহলের একাংশের মতে, এযেন সৌমেন ম্যাজিক।

বুধবার দুপুরে এক সভায় তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবরাতি তাঁদের হাতে দলীয় নবাগতদের পতাকা তুলে দেন। দলের যোগ দেওয়ার পাশাপাশি এলাকায় তৃণমূলের পতাকা নিয়ে মিছিলও করেন তাঁরা।

এনিয়ে সবরাতি বলেন, “এঁরা অনেক দিন ধরে বিজেপি করছেন। ওই দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন করেন। জেলা সভাপতি অজিত মাইতির নির্দেশে এদিন তাঁদের দলে নেওয়া হয়।” পাশাপাশি তিনি আরও বলেন, “আরও কয়েকটি এলাকায় বিজেপির লোকজন তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। খুব শীঘ্রই তাঁদের দলে নেওয়া হবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অবশ্য এবিষয়ে বিজেপির সাফাই তৃণমূল তাঁদের ভয় দেখিয়ে দলে টেনেছে ।বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “ওঁরা আগে তৃণমূলই করতেন। পরে তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দেন।কিন্তু সম্প্রতি তৃণমূল তাঁদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে এবং আরও মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে ভয় দেখালে তাঁরা তৃণমূলে যোগ দেন। আমরা আগে থেকেই জানতাম, ওঁরা তৃণমূলে যোগ দেবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!