এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আবারো কামাল মোদীর বিদেশ নীতির! যুদ্ধের আবহে এবার রাশিয়ান ‘প্যাঁচে’ ঘুম উড়তে চলেছে চীনের!

আবারো কামাল মোদীর বিদেশ নীতির! যুদ্ধের আবহে এবার রাশিয়ান ‘প্যাঁচে’ ঘুম উড়তে চলেছে চীনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের মধ্যেই গালওয়ান সীমান্তে হয় ভারতের ওপর চীনা হামলা। এই হামলায় ভারতের তরফে কুড়িজন সেনা জওয়ান শহীদ হন। অন্যদিকে চীনেরও ক্ষয়ক্ষতি খুব একটা কম হয়নি বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ভারত এবং চীনের আন্তর্জাতিক সম্পর্ক রীতিমতো তলানিতে এসে ঠেকে এবং শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। অন্যদিকে ভারতের জমি অধিগ্রহণ করার জন্য যেভাবে চীন হাত বাড়িয়েছে তা নিয়ে রীতিমত সমালোচিত হয় চীন আন্তর্জাতিক মহলে।

আর তার জেরেই এবার চীনকে স্পষ্ট করে জানিয়ে দিল রাশিয়া, চীনের হাতে এই মুহূর্তে মিসাইল তুলে দেওয়া যাবেনা। এই একই মিসাইল ভারতে আসার কথা ছিল আগেই, কিন্তু সে সময় চীন প্রবল আপত্তি তুলেছিল। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে রাশিয়ার S-400 মিসাইল। এই ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে ভারতে আসতে চলেছে 2019 অক্টোবর থেকে 2023 সালের এপ্রিলের মধ্যে। কিন্তু চলতি বছরের গোড়ায় রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ভারতে এই ক্ষেপণাস্ত্র এসে পৌঁছাবে 2025 সালে।

কারণ হিসেবে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের দাম আকাশছোঁয়া হয়েছে বর্তমানে। আর তারপরেই তড়িঘড়ি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দৌড়ান রাশিয়া সফরে এবং সেখানে গিয়ে রাজনাথ সিং বোঝাতে সমর্থ হন, S-400 মিসাইল ভারতের হাতে দ্রুত আসার প্রয়োজনীয়তা। যার ফলস্বরূপ জানা গেছে, খুব শীঘ্রই ভারতের হাতে রাশিয়ান ক্ষেপণাস্ত্র আসতে চলেছে। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে 5.4 বিলিয়ন ডলারের একটি মিসাইল চুক্তি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে একই সালে আমেরিকা নিয়ে আসে সিএএটিএসএএ আইন। অন্যদিকে S-400 মিসাইলকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র বলা হয়। কারণ হিসেবে জানা গেছে, চারশো কিলোমিটারের মধ্যে থাকা আকাশে ভাসমান যেকোনো বস্তুকে অব্যর্থ নিশানা লাগাতে পারে এই মিসাইল। শুধু তাই নয় পঞ্চম প্রযুক্তি যুক্ত যুদ্ধবিমানগুলিকেও অনায়াসে ধ্বংস করে দিতে পারে এই মিসাইল। ভারতের আগে শুধুমাত্র রাশিয়া এবং চীনই এই মিসাইল ব্যবহার করত। 2014 সালে চীন এই মিসাইল কিনেছিল তখন নাম ছিল S-300। কিন্তু বর্তমানে ক্ষেপণাস্ত্রটি আরো উন্নত হয়েছে S-400 ভার্সনে। আগেই ভারত রাশিয়ার সঙ্গে প্রায় 40 হাজার কোটি টাকার চুক্তি করেছে এই মিসাইল পেতে।

কিন্তু চীন এই মুহূর্তে একই মিসাইল কিনতে গিয়ে খেলো বড় ধাক্কা। আন্তর্জাতিক মহলে চীনকে ইতিমধ্যেই কোণঠাসা করা হয়েছে বিভিন্ন বিষয়ে। ভারতেও এই মুহূর্তে ব্যবসা মার খাচ্ছে চীনের। এই অবস্থায় চীন তার প্রতিরক্ষা মহলকে উন্নত করার জন্য রাশিয়ার সাহায্য চেয়েছিল বলে মনে করা হচ্ছে। S-400 মিসাইল চীন ভারতের বিরুদ্ধে ব্যবহার করত। কিন্তু রাশিয়া চীনের সেই আকাঙ্খাকে অচিরেই প্রতিহত করল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর এর পেছনে নরেন্দ্র মোদীর বিদেশনীতির সাফল্যের কথাই প্রকাশ পাচ্ছে। তবে ভারতের দিকে যেভাবে রাশিয়া হাত বাড়িয়ে দিয়েছে তাতে মনে হচ্ছে, আগামী দিনে চীন আরো বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ভারতের কাছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!