এখন পড়ছেন
হোম > জাতীয় > রথে দেব-দেবীদের মানায়, কুলাঙ্গারদের নয়: অভিষেক বন্দ্যোপাধ্যায়

রথে দেব-দেবীদের মানায়, কুলাঙ্গারদের নয়: অভিষেক বন্দ্যোপাধ্যায়


উৎসবের মরশুম মিটতে না মিটতেই ফের বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণে অবতীর্ণ বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির রথযাত্রা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতাজি বন্দনা, সিবিআইয়ের অন্তর্কলহ থেকে আর্থিক কেলেঙ্কারি প্রতিটি ইস্যুতে ফের বিজেপি বিরোধিতায় যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

খবর, গতকাল দক্ষিণ কলকাতা থেকে উত্তর শহরতলির বেশ কয়েকটি পুজো মণ্ডপের প্রতিমা পরিদর্শনে বেরিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোটা সফরের সঙ্গী ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্যসভার সদস্য শান্তনু সেন এবং তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক।

জানা যায়, এদিন প্রথমেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের জনপ্রিয় পুজো নিউ আলিপুর সুরুচি সংঘ দিয়ে তার প্রতিমা দর্শন শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপরই তিনি চলে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর পুজোতে। আর সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বিধায়ক সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা দর্শনের মধ্যে দিয়েই এবারের মত শেষ হয় বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজো দর্শন।

আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজো দর্শন করে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদি সরকারকে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার 75 বছরপূর্তি উপলক্ষে গত রবিবারই লালকেল্লায় জাতীয় পতাকা তুলে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে জওহরলাল নেহরু থেকে গান্ধী পরিবারকে এই নেতাজির ব্যাপারে অমনোযোগী বলে পরোক্ষভাবে কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। আর প্রধানমন্ত্রীর এই মন্তব্যে দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। রাজনৈতিক উদ্দেশ্যেই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্যবহার করছে বিজেপি সেই ব্যাপারে আগেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেখেছিল বাম এবং কংগ্রেস দলগুলি। এবারে সেই বাম এবং কংগ্রেসের দেখানো পথে হেঁটেই একই ইস্যুতে এই নেতাজি বন্দনার পেছনে বিজেপির সংকীর্ণ রাজনীতিকেই তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি সিবিআইয়ের দুই শীর্ষ কর্তার অন্তরকলহ নিয়েও এদিন মুখ খোলেন তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম থেকেই এই সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পিসির দেখানো পথে হেঁটেই সিবিআইকে যে রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার তা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মিডিয়াতে দেখলাম “চোর চোরকে ধরতে  গিয়েছে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে এবার বাংলা তিন প্রান্ত থেকে বিজেপির রথযাত্রার প্রসঙ্গে মুখ খুলে গেরুয়া শিবিরকে তুলোধোনা করেন তৃণমূলের যুবরাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা বড়লোকদের পার্টি । ওরা রথে থাকবে আর তৃণমূল পথে থাকবে।” পাশাপাশি রথে কুলাঙ্গারদের নয়, দেব-দেবীদের মানায় বলেও বিজেপিকে উদ্দেশ্য করে ইঙ্গিতবাহী মন্তব্য করেন ডায়মন্ডহারবারের এই তৃণমূল সাংসদ। সব মিলিয়ে লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে রাজ্যের শাসকদল তৃণমূল বনাম বিরোধীদল বিজেপির মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!