এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে, প্রজাতন্ত্র দিবসে রাস্তায় নামবে বাংলার ট্যাবলো, জেনে নিন রাজ্যের বিশেষ পদক্ষেপ

অবশেষে, প্রজাতন্ত্র দিবসে রাস্তায় নামবে বাংলার ট্যাবলো, জেনে নিন রাজ্যের বিশেষ পদক্ষেপ

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়া গেলেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাস্তায় নামবে বাংলার ট্যাবলো। এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে তৈরি ট্যাবলোর অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। এবার, এই ট্যাবলো নামবে কলকাতার রাজপথে।

২৬ সে জানুয়ারি কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবার আগেই নেতাজির মূর্তিতে পুষ্পস্তবক নিবেদন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কুচকাওয়াজ শুরু হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ট্যাবলো বের করা হবে। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। অর্থাৎ দিল্লিতে বাংলার ট্যাবলো না থাকলেও কলকাতার রাজপথে থাকবে বাংলার ট্যাবলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলোকে স্থান না দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন তিনি। এরপর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ট্যাবলো বানাবে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ। এ কারণে পশ্চিমবঙ্গের ট্যাবলোকে বাতিল করে দেয়া হয়েছে।

অন্যদিকে রাজ্যের ট্যাবলো বাতিল প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ট্যাবলো পশ্চিমবঙ্গের। তবে, রাজ্য সরকার ট্যাবলোর চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে রাজনীতিকে। রাজনীতি করে লাভ তুলতে চাইছে। কেন্দ্রের সিপিডব্লিউডি ট্যাবলো তৈরী করেছে, সিলেকশন কমিটি যা নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গের ট্যাবলোর কোয়ালিটি যদি ভাল হয়, তাহলে সেই সুযোগ তাঁরাও পাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!