এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ১৪৪ ধারা উপক্ষে করেই প্রশাসনিক ভবনে হেলমেট-হীন বাইক-বাহিনীর দাপট

১৪৪ ধারা উপক্ষে করেই প্রশাসনিক ভবনে হেলমেট-হীন বাইক-বাহিনীর দাপট


সোমবার দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক ভবন আলিপুরে বহিরাগতদের বাইক র‍্যালি দেখা গেলো। বিরোধীরা এই ঘটনার সমস্ত দায় তৃণমূল কংগ্রেসের ওপরে চাপিয়েছেন। একইরকম ভাবে রাজ্যের শাসকদল ও এই অভিযোগ অস্বীকার করেছে। এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিশের একাধিক ভ্যান একাধিক পদস্থ আধিকারিকের সামনে দিয়েই ঢুকে পড়লো আলিপুর প্রশাসনিক ভবন চত্বরে। ঐ অঞ্চলে ধার্য করা ১৪৪ ধারাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে না করেই ঐ বাহিনী এলাকায় প্রবেশ করে। কয়েকটি বাইক এলাকায় প্রবেশ করার পরে পিছনে থাকা বাকি বাইক গুলিকে পুলিশ আটকে দেয়। জানা যাচ্ছে একএকটি বাইকে দু থেকে তিনজন যাত্রী বসেছিলো। তাদের কারও মাথায় হেলমেট ছিলোনা । কলকাতা পুলিশ এক্ষেত্রেও কোনও দোষ দেখছে না । বিরোধীদের অভিযোগ, বেলা ১১টায় মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হওয়ার আগে থেকেই এলাকার দখল নিতেই সেখানে তৃণমূলের বাইক বাহিনী। অবশ্য বিরোধীদের আনা এই এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উল্লেখ্য গত ৮ই এপ্রিল সোমবার মনোনয়ন জমা দেওয়ার সময়েও একই পরিস্থিতি তৈরী হয়েছিল বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!