এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্বাচনের আগে কংগ্রেসের চালে জোর ধাক্কা বিজেপিতে, ব্যাকফুটে মোদী-শাহ

নির্বাচনের আগে কংগ্রেসের চালে জোর ধাক্কা বিজেপিতে, ব্যাকফুটে মোদী-শাহ


মে মাসে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে এক হাত দিলো কর্ণাটকের বর্তমান শাসক কংগ্রেস সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অনুমোদন পেয়ে কর্ণাটকে লিঙ্গায়ত সম্প্রদায়কে পৃথক ধর্মের স্বীকৃতি দেওয়ার কথা সম্প্রতি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর এ হেন ঘোষনার পরে স্বভাবতই উল্লসিত লিঙ্গায়তদের ২২০টি মঠের অধ্যক্ষরা জানালেন আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের সমর্থন থাকবে কংগ্রেসের দিকেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক মহলের মতে ধর্মের দোহাই দিয়ে যেভাবে বিজেপি শিবির বিভিন্ন রাজ্যে তাদের আসন পাকা করছে সেই নীতিকে পালটা আঘাত করতে কংগ্রেসের এই পরিকল্পনা নিঃসন্দেহেই প্রশংসনীয়। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্টতই জানালেন যে , “হিন্দু ধর্মকে বিভক্ত করে লিঙ্গায়তদের আলাদা ধর্মের স্বীকৃতি মানা হবে না।” বিজেপি শিবির যখন একরকম কর্ণাটক বিধানসভা জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলো সেই সময়েই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বিজেপি শিবির একরকম দিশেহারা। অন্যদিকে বীরশৈব সম্প্রদায়ের কয়েকজন সাধুসন্তের সঙ্গে বৈঠকের পরে বিজেপির সভাপতি অমিত শাহ বললেন, ” যতদিন কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, ততদিন কর্ণাটকের কংগ্রেস সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!