এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট ভোটের রেজাল্ট নিয়ে মোদিকে চাপে রাখলেন হার্দিক প্যাটেল

গুজরাট ভোটের রেজাল্ট নিয়ে মোদিকে চাপে রাখলেন হার্দিক প্যাটেল


শেষ হলো গুজরাটের ভোট। এবার অপেক্ষা শুধু ফলাফলের দিকে। সমস্ত বুথ ফেরত সমীক্ষা বলছে ফের সিংহাসনে বসতে চলেছে মোদির বিজেপি। কিন্তু এই সময়েই হার্দিক প্যাটেল কার্যত সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দাবি করলেন কংগ্রেস এবারের গুজরাত নির্বাচনে অন্তত ১০০ থেকে ১০৫টি আসন নিশ্চিতভাবেই পাচ্ছে।হার্দিকের মতে, গুজরাটের মানুষ পরিবর্তন চাইছেন। ভোটাধিকার থাকা প্রতিটি পাতিদার ভোট দিয়েছে আর তাদের সাহায্য করেছে ‘পাস’ আন্দোলনের সঙ্গে জড়িতরা। পাতিদারদের উপরে যেভাবে গুজরাত সরকার অত্যাচার করেছে এটা ছিল সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের সময় তাই ভোটের বাক্সে তারা গর্জে উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাতিদার আনামাত আন্দোলন সমিতি র আন্দোলনের সময়ে যে ১৪ জন পুলিশি হিংসায় প্রাণ হারিয়েছেন তাদের অপূর্ণ ইচ্ছাকে পাতিদাররা পূর্ণ করবেই। তিনি বলেন গুজরাতে প্রথম দফার ভোটে ৮৯টি আসনের মধ্যে কংগ্রেস পাবে ৫২ থেকে ৫৫টি আসন। আর দ্বিতীয় দফার ভোটে ৯৩টি আসনের মধ্যে অন্তত ৪৫ টি আসন যাচ্ছে কংগ্রেসের ঝুলিতে। এদিন হার্দিক প্যাটেল এও দাবি করেন যে গুজরাটের মোট ভোটব্যাঙ্কের ১৪ শতাংশ পাতিদার জনগোষ্ঠীর।বিজেপি যাদের ভোট পেয়েই এতবার জিতেছে তবে এবার বিজেপি ঠেলকে সেই পাতিদাররা সরে গেছে।তিনি লক্ষ্যও করেছেন যে প্রতিটি পাতিদার যেন এবার গুজরাতে পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। বুথ ফেরত সমীক্ষা নয় হার্দিকের কাছে এখন বড় বেশি বিশ্বাসের জায়গা পাতিদাররা। আর তাই ১৮ তারিখের দিকে তাকিয়ে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!