বিজেপি করায় ১০০ পরিবারকে ঘরছাড়া, অভিযোগের তীর শাসকদলের দিকে বিশেষ খবর রাজ্য December 15, 2017 বিজেপি শীর্ষ নেতৃত্ত্বের দাবি রাজ্য-রাজনীতিতে তারাই ক্রমশ বিরোধী পরিসর দখল করছে। শাসকদল তৃণমূল কংগ্রেস যতই মুখে সেকথা অস্বীকার করুক, ‘কাজের’ মাধ্যমে সেকথার মান্যতা দিচ্ছে। আর এবার বিজেপিকে সমর্থন করায় একশো পরিবারকে ঘরছাড়া করার ভয়ঙ্কর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমনকি ওই বিজেপি সমর্থকদের বাড়ির সর্বস্ব লুট করে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির তরফে দাবি করা হয়েছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ব্যতিব্যস্ত হয়ে গত ২৫ নভেম্বর হাওড়ার কুলগাছিয়ায় হওয়া বিজেপির জনসভায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়ের হাত ধরে উলুবেড়িয়া থানার কাঁটাবেড়িয়ার সত্যপীরতলা এলাকার প্রায় ১০০ টি পরিবার হাতে তুলে নেন বিজেপির পতাকা। আর তারপর থেকেই ওই পরিবারগুলিকে কার্যত এলাকা ছাড়া করা হয়। পরবর্তী কালে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু ও হাওড়া গ্রামীণ সভাপতি অনুপম মল্লিকের হাত ধরে ওই পরিবারগুলির সদস্যরা এলাকায় ফেরেন। কিন্তু বিজেপি নেতারা এলাকা ছাড়তেই রাতের অন্ধকারে ওই পরিবারগুলির বাড়ি থেকে সব জিনিস চুরি করা হয় ও তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির তরফে আরো অভিযোগ এই বিষয়ে পুলিশে যোগাযোগ করা হলেও কোনো সাহায্য পাওয়া যায় নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সম্পাদক প্রত্যুষ মণ্ডল তীব্র ক্ষোভ উগরে দেন শাসকদল ও প্রশাসনের বিরুদ্ধে। আপনার মতামত জানান -