এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে আসা অনুব্রত ঘনিষ্ঠ নেতাও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে আসা অনুব্রত ঘনিষ্ঠ নেতাও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন


বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়্ন পত্র পেশ করেও তা প্রত্যাহারের মতো ঘটনার সাক্ষী জেলার সাধারণ মানুষ তথা দলীয় কর্মীরা। বিজেপির বীরভূম জেলা সভাপতির দাবি রাজ্যের শাসকদলের লোকজন তাদের মনোনীত প্রার্থীদের ভয় দেখিয়ে , হুমকি দিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অবশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তা অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য সম্প্রতি দলীয় কার্যে অসন্তুষ্ট হয়ে বীরভুম জেলা পরিষদের সদস্য অনুপ গড়াই সহ ৫০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানের পরেই অনুপ গড়াইকে বিজেপি তাতিপাড়া অঞ্চলের দায়িত্ব দেয়। তাতিপাড়া গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে বিজেপি নির্বাচনে প্রার্থীও দেয় সংগঠনকে প্রাণবন্ত রাখার উদ্দেশ্যে। কিন্তু এদিন অনুপ গড়াই সহ বহু বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ধুম পড়ে যায়। বিজেপি প্রার্থীরা এদিন উল্লেখযোগ্য ভাবেই তাঁতিপাড়া গ্রামপঞ্চায়েতে পাঁচটি আসনে ও তাঁতিপাড়া পঞ্চায়েত সমিতির তিনটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। জানা যাচ্ছে জেলা পরিষদেও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনার কথা বিচার করে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানালেন, “গোটা বীরভূম জুড়ে প্রার্থীদের ভয় দেখানো চলছে, ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের জন্য। তাই প্রার্থীরা প্রাণের ভয়ে কোথাও কোথাও মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে।” যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্যে বিজেপি শিবির থেকে রাজ্য সরকারের নামে অপপ্রচার চালানো হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!