এখন পড়ছেন
হোম > রাজ্য > অবাক-কান্ড! শুভেন্দু-গড়ে সংগঠনের অভাবে গ্র্রাম পঞ্চায়েতে প্রার্থীই দিতে পারল না তৃণমূল

অবাক-কান্ড! শুভেন্দু-গড়ে সংগঠনের অভাবে গ্র্রাম পঞ্চায়েতে প্রার্থীই দিতে পারল না তৃণমূল

পঞ্চায়েত ভোট নিয়ে যেখানে বিরোধীদের অভিযোগের শেষ নেই সেখানে অবাক কান্ড ঘটলো। তৃণমূলের
অন্যতম সাংগঠনিক নেতা শুভেন্দু অধিকারীর গড়ে সংগঠনের অভাবে গ্র্রাম পঞ্চায়েতে প্রার্থীই দিতে পারল না তৃণমূল।যার ফলে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিকমহলে। যেখানে সংগঠনের জেরে বিরোধীশূন্য হয়ে জিতছে দল সেখানে অধিকারী গড়ে এমন অবস্থা। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপীনাথপুর দক্ষিণ গ্রামসভাতে পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী দিতে পারে নি। সেখানে লড়াই হচ্ছে বিজেপি ,সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু কেন এমনটা হলো। এই নিয়ে স্থানীয়দের দাবি যে ওই এলাকায় এই  বাজারেও তৃণমূলের কোনো সংগঠন নেই তাই প্রার্থী দিতে পারেনি দল। যদিও অন্য কথা বলছেন ভগবানপুর ব্লক তৃণমূলের সভাপতি মদন মোহন পাত্র। তিনি দাবি করেছেন যে সেখানে কংগ্রেসের সঙ্গে মৌখিক জোট হয়েছে তৃণমূলের। তাই কংগ্রেসকে আসন ছেড়ে দেওয়া হয়েছে। যদিও মদনবাবুর দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের দাবি, তাদের সাথে তৃণমূলের কোনো জোট হয় নি। যেখানে কংগ্রেসকে নিশ্চিহ্ন করতে তৃণমূল উঠেপড়ে লেগেছে সেখানে আবার তাদের সাথে জোট কিসের ? প্রশ্ন তুলেছেন তারা। তাদের মতে এখানে তৃণমূল প্রার্থী দিতে পারেনি এটা তৃণমূলের একটা বড় লজ্জা। আর সেই লজ্জা ঢাকতেই মিথ্যা রটাচ্ছে তৃণমূল।কংগ্রেসের দাবিকে অস্বীকার করতে পারছে না ওয়াকিবমহল। কেননা অধীরের ঘর ভাঙতে যেখানে তৃণমূল উঠেপড়ে লেগেছে সেখানে তৃণমূলের সাথে জোট করাটা সম্ভব খুব একটা নয়। তবে পঞ্চায়েত ভোটে অনেক সময় নিচু তলায় অনেক জোট হয় তেমন যদি কিছু হয় তবে সেটাও আশ্চর্যের কিছু হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!