এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নতুন করে গঠিত হতে চলেছে বিজেপি রাজ্য কমিটি? দিলীপের সঙ্গে নাড্ডার বৈঠকের পর বাড়ছে জল্পনা!

নতুন করে গঠিত হতে চলেছে বিজেপি রাজ্য কমিটি? দিলীপের সঙ্গে নাড্ডার বৈঠকের পর বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই বিজেপির রাজ্য কমিটিতে পরিবর্তন হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। যেভাবে বিদ্রোহীদের সংখ্যা বাড়তে শুরু করেছিল এবং অনেক নেতা নেত্রী দলবদল করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল, তাতে ব্যাপক চাপে পড়ে যায় রাজ্য বিজেপি নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে রবিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে তলব করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেই মতো করে দিল্লিতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। কিন্তু রবিবার তাদের মধ্যে বৈঠকের কথা থাকলেও, সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে সোমবার দিল্লিতে সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সেখানেই একগুচ্ছ বিষয় তুলে ধরেন তিনি। যেখানে তৃণমূল নেতাদের যে কোনো ভাবেই গুরুত্ব দেওয়া চলবে না, সেই বিষয়টি সর্বভারতীয় সভাপতিকে বলতে দেখা যায় রাজ্য বিজেপি সভাপতিকে। শুধু তাই নয়, কাজ করার ক্ষেত্রে তাকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিতে হবে বলেও জানিয়ে দেন দিলীপ ঘোষ। আর এই সমস্ত কথা শোনার পর রাজ্য কমিটি নতুন করে গঠন করা হবে বলে দিলীপবাবুকে আশ্বাস দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। স্বাভাবিকভাবেই রাজ্য কমিটি পুনর্গঠনের ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্য সভাপতিকে আশ্বাস দেওয়ার পরেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

অনেকেই বলতে শুরু করেছেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে যে সমস্ত নেতারা দলে এসেছিলেন, তাদের ব্যাপারে শেষ সিদ্ধান্ত নিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেদিক থেকে রাজ্য নেতারা আপত্তি জানালেও তাদের কথা শোনা হত না। যার ফলে তৈরি হয়েছিল সমস্যা। আর সেই সমস্যার ফলেই যে এত ভরাডুবি হয়েছে, বিধানসভা নির্বাচনে বিরোধী দলের জায়গা দখল করার পরে এই দাবিও করতে দেখা গিয়েছে বিজেপির রাজ্য নেতাদের একাংশকে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্যে হস্তক্ষেপের জন্য যে বাংলায় ভালো ফলাফল হয়নি, সেই বিষয়টিও তুলে ধরেছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে যাতে তাকে ফ্রি-হ্যান্ড দেওয়া যায়, তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বেশ কিছুদিন ধরেই বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্য কমিটিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে গেরুয়া শিবিরের অন্দরমহলে জল্পনা তৈরি হয়েছিল। তবে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকের পর সেই ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সভাপতি আশ্বাস দেওয়ায় নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে, রাজ্য কমিটি আবার নতুন করে সাজাতে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে অনেকে সেই রাজ্য কমিটি থেকে বাদ যেতে পারেন। আবার অনেক নতুন মুখ সেখানে জায়গা পেতে পারেন বলেও জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী।

পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে রাজ্য কমিটি পুনর্গঠনের আশ্বাস দিলেন। কিন্তু রাজ্য কমিটি পুনর্গঠন হলেও কি দিলীপ ঘোষই পরবর্তী সভাপতি থাকবেন? নাকি তার জায়গায় নিয়ে আসা হবে অন্য কাউকে? এখন এই বিষয়টি ভাবাতে শুরু করেছে একাংশকে। কেননা বেশ কিছুদিন ধরেই দিলীপ ঘোষের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গলায়।

সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বিরোধী এবং তার সরকারকে চাপে রাখতে যেভাবে শুভেন্দু অধিকারী কাজ করে চলেছে, তাতে সংগঠনে তিনি বড় কোনো পদ পেতে পারেন বলেই গুঞ্জন তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতিতে দিলীপবাবুর সঙ্গে সর্বভারতীয় সভাপতির বৈঠকের পর রাজ্য কমিটি পুনর্গঠনের যে বিষয়টি উঠে এল রাজ্য বিজেপির অন্দরমহলে, তাতে বাংলার সংগঠন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!