এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আর ৬ মাসের মধ্যেই তৃণমূলের মন্ত্রীরা শ্রীঘরে যাবেন? জল্পনা বাড়ালেন মমতার প্রাক্তন সৈনিক!

আর ৬ মাসের মধ্যেই তৃণমূলের মন্ত্রীরা শ্রীঘরে যাবেন? জল্পনা বাড়ালেন মমতার প্রাক্তন সৈনিক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা জয়লাভ করে ক্ষমতায় এলে দেখে নেওয়া হবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিতে শুরু করেছেন বিজেপির নানা নেতৃত্বরা। কখনও জেলে ঢুকিয়ে দেওয়া হবে, আবার কখনও বা হিসাব নেওয়া হবে বলে বিজেপির নানা নেতারা তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে তৃণমূল মন্ত্রীদের আয়ু 6 মাস। তারপরেই তারা শ্রীঘরে যাবেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এবার ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

সূত্রের খবর, এদিন “আর নয় অন্যায়” কর্মসূচিতে যোগ দিয়ে তৃনমূলের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করেন সব্যসাচী দত্ত। আর সেখানে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। সব্যসাচী দত্ত বলেন, “এখনও যারা 60 বছর পর্যন্ত চাকরি করতে চান পুলিশে, তারা সতর্ক হয়ে যান। আর পাঁচ মাস পর বিজেপি সরকারের অধীনে তাদের চাকরি করতে হবে।” পাশাপাশি বিজেপি সরকার আসছে অনুভব করে রাজ্যের অনেক আইপিএস অফিসাররা গোপনে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেছেন সব্যসাচী দত্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। একাংশ বলছেন, যেভাবে ক্ষমতায় এলে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন সব্যসাচী দত্ত, তা নিঃসন্দেহে বিতর্কের সৃষ্টি করল। তবে আইপিএস অফিসার এখন থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে যে মন্তব্য তিনি করলেন, তা যে যথেষ্ট উত্তেজনার পারদ বৃদ্ধি করল বাংলার রাজনৈতিক মহলে, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, বিজেপির নানা নেতারা অর্থাৎ দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সকলেই পুলিশের বিরুদ্ধে আক্রমণ করতে শুরু করেছেন। ক্ষমতায় এলে যারা এখন তৃণমূলের হয়ে কাজ করছেন, তাদের দেখে নেওয়া হবে বলে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তাদের। আর এই পরিস্থিতিতে সব্যসাচী দত্তর এহেন মন্তব্য যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তবে একের পর এক বিজেপি নেতা যখন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের দেখে নেওয়ার কথা বলছেন, তখন তাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস পাল্টা ময়দানে নামবে বলেও মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!