এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > উত্তরপ্রদেশে এবার গেরুয়া শিবিরকে টক্কর দিতে তৈরী হচ্ছে কংগ্রেস, বাড়ছে জল্পনা

উত্তরপ্রদেশে এবার গেরুয়া শিবিরকে টক্কর দিতে তৈরী হচ্ছে কংগ্রেস, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতীয় রাজনীতিতে অন্যতম বিরোধী দল কংগ্রেস। কিন্তু মাঠে ময়দানে আন্দোলনের ক্ষেত্রে বিজেপি সরকারের বিরুদ্ধে কার্যত নিষ্ক্রিয়ভাবেই থেকে গিয়েছে কংগ্রেস বলে মনে করেন বিশেষজ্ঞরা। আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশসহ বেশকিছু রাজ্যে ভোট হতে চলেছে। যার মধ্যে লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে অনেকটা প্রিটেস্ট এর মতন। সে ক্ষেত্রে এই প্রিটেস্টে ভালো মার্কস নিয়ে পাস করা যে এই মুহূর্তে বিজেপির একমাত্র লক্ষ্য, তা বুঝতে বাকী নেই কারোর। কিন্তু সেক্ষেত্রে কংগ্রেস  এখনো অনেকটাই পিছিয়ে। সম্প্রতি আগামী বছর পাঁচ রাজ্যের ভোট নিয়ে কেন্দ্রীয় গেরুয়া শিবির একটি বৈঠক ইতিমধ্যে করে ফেলেছে।

অন্যদিকে শুধুমাত্র উত্তরপ্রদেশের ভোট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতিরিক্ত গুরুত্ব দিয়ে বৈঠক করেছেন। সবদিক নজরে রেখে এবার কংগ্রেস গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া একটি ভার্চুয়াল বৈঠক করেন কংগ্রেস নেতাদের নিয়ে। কার্যত কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী দীর্ঘদিন ধরেই পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে রয়েছেন। জানা যাচ্ছে, সোমবার ভার্চুয়াল বৈঠকে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতারা রীতিমতো মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষি পণ্যের দাম বৃদ্ধির মত গুরুতর সমস্যা নিয়ে এবার আন্দোলনের পথে নামবে বিজেপি সরকারের বিরুদ্ধে বলে জানা গিয়েছে।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস সেভাবে নামতে পারেনা। প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের শাসনকালে উত্তরপ্রদেশে এত বিতর্কিত কাণ্ডকারখানা ঘটেছে, যার একটাও এখনো পর্যন্ত বিরোধী হিসাবে কংগ্রেস কাজে লাগাতে পারেনি। মাঠে ময়দানে যখন দুর্বার আন্দোলন করার কথা, তখন শুধুমাত্র কংগ্রেসের আন্দোলন টুইটার কিংবা ফেসবুক পর্যন্তই আটকে ছিল। অতএব ভোটের আগে আবারও সংগঠনকে চাঙ্গা করার ব্যাপারে নজর দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে জানা যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে জোট করবেননা বলে গেই জানিয়ে দিয়েছেন বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরমধ্যে গত সপ্তাহে সমাজবাদী পার্টির তরফ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে কংগ্রেসের সঙ্গে তাঁরা কোনমতেই জোট করবেনা। আর এবার জোট নিয়ে উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু জানিয়েছেন, কংগ্রেস একাই তীব্র আন্দোলন তৈরি করবে বিজেপি সরকারের বিরুদ্ধে। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু, বর্ষীয়ান নেতা সলমন খুরশিদ সহ সিডব্লিউসির একাধিক নেতা। অন্যদিকে জানা যাচ্ছে, কয়েক দিন আগেই ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে বৈঠক করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

কার্যত উত্তরপ্রদেশের নির্বাচনী সংগঠনের দায়িত্ব খুব সম্ভবত তাঁকেই দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রিয়াঙ্কা গান্ধীর এই বৈঠক কার্যত কংগ্রেসকে কতটা উৎসাহ প্রদান করতে পারে তা নিয়েও সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। উত্তরপ্রদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে দাগ কাটতে গেলে বড়োসড়ো রাজনৈতিক কর্মসূচির প্রয়োজন। সেক্ষেত্রে কংগ্রেস এমনিতেই পিছিয়ে পড়েছে। আপাতত দেখার, পিছিয়ে থেকেও কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর উৎসাহে কতটা উৎসাহিত হতে পারে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!