এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শিলিগুড়ি পৌরসভাতে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রায় সব তৃণমূল হেভিওয়েটদের “পুনর্বাসনের” ব্যবস্থা

শিলিগুড়ি পৌরসভাতে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রায় সব তৃণমূল হেভিওয়েটদের “পুনর্বাসনের” ব্যবস্থা


মেয়াদোত্তীর্ণ শিলিগুড়ি পৌরসভায় প্রশাসক বোর্ড গঠনের সময় বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যকে সেই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি সদস্য হিসেবে তৃণমূলের বেশকিছু কাউন্সিলরকে রাখা হয়েছিল। কিন্তু এতেই আপত্তি তুলেছিল সিপিএম এবং অশোক ভট্টাচার্য।

তারপর সেই তৃণমূল কাউন্সিলরদের সেখান থেকে বাদ দিয়ে অশোকবাবু এবং তার দলের কিছু কাউন্সিলরকে বোর্ডের চেয়ারম্যান ও সদস্যের দায়িত্ব দেওয়া হয়। তবে এবার করোনা মোকাবিলায় শিলিগুড়ি পৌরসভায় সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করল শিলিগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ড। যার মাধ্যমে তৃণমূল থেকে শুরু করে বিজেপি, এমনকি সিপিএম সদস্যরাও সেই কমিটির দায়িত্ব পেলেন।

সূত্রের খবর, প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যকে এই কমিটির চেয়ারম্যান করে 12 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে মেম্বার সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে পৌরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে। এছাড়াও এই বোর্ডে রয়েছেন তিনজন সিপিএম সদস্য, পৌরসভার সচিব, স্বাস্থ্য আধিকারিক এবং পুলিশ অফিসাররা। একইভাবে পৌরসভার প্রাক্তন কাউন্সিলরদের ওয়ার্ড কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করা হয়েছে। সেখানে কো-অর্ডিনেটরের নেতা হিসেবে মনোনীত করা হয়েছে শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকারকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কো-অর্ডিনেটরের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলার দিলীপ সিংহ। আর এই সমস্ত ব্যক্তিদেরও রাখা হয়েছে করোনা মোকাবিলার সেই কমিটিতে। পাশাপাশি কংগ্রেস এবং বিজেপির দুই প্রাক্তন কাউন্সিলারকেও সেই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ সকলকে নিয়ে বর্তমানে করোনা পরিস্থিতিকে সামাল দিতে চাইছেন শিলিগুড়ি পৌরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য।

বস্তুত, যত দিন যাচ্ছে, তত শিলিগুড়িতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার কারণে তার দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছেন সকলে। তাই এই পরিস্থিতিতে এখন কমিটি গঠন করে মানুষের মধ্যে সচেতনতা আনতেই শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসন সিপিএমের অশোক ভট্টাচার্য বলেন, “করোনা নিয়ে মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। তাই শহরের বিভিন্ন এলাকা থেকে নানা অভিযোগ আসছে। এই সমস্যা দূর করতে ওয়ার্ড কমিটিগুলোকে আরও বেশি করে কাজে লাগানো হবে। পাশাপাশি পৌরসভার সমস্ত অফিসার ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। করোনা মোকাবিলায় সকলকে ময়দানে নামানো হয়েছে।”

সব মিলিয়ে প্রশাসক বোর্ডে তৃণমূল নেতারা দায়িত্ব না পেলেও, এবার করোনা মোকাবিলায় কমিটি গঠন করে সেখানে তৃণমূলের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা দায়িত্ব পেল। তবে এই কমিটি এখন শিলিগুড়ি শহরকে করোনা মুক্ত করতে কি কি উদ্যোগ নেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!