এখন পড়ছেন
হোম > রাজ্য > ইয়াসের ক্ষতিপূরণ নিয়ে ফের মামলা, চাপে রাজ্য!

ইয়াসের ক্ষতিপূরণ নিয়ে ফের মামলা, চাপে রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  “আমপান” নামক ভয়াবহ বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে যাতে পরবর্তীতে কোনো দুর্যোগ এবং তার পরিপ্রেক্ষিতে ত্রাণ দেওয়া নিয়ে কোনো অভিযোগ না ওঠে, তার জন্য সচেষ্ট ছিল রাজ্য প্রশাসন। সেই মতো করে আমপান নামক দুর্যোগের এক বছরের মাথায় আবার “ইয়াস” নামক দুর্যোগ আছড়ে পড়ার পরেই ত্রাণ নিয়ে যাতে কোনোরকম রাজনীতি না হয়, তার জন্য সকলকে সতর্ক করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে আগেভাগেই কৃষি জমির ক্ষেত্রে কত ত্রাণ দেওয়া হবে এবং কিভাবে সাহায্য পাবেন সাধারন মানুষরা, সেই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়। কিন্তু এবার কৃষিক্ষেত্রে ইয়াস বিপর্যয়ের পড়ে যে ত্রাণ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। স্বাভাবিকভাবেই এই মামলার পরিপ্রেক্ষিতে বিতর্ককে যতই পাশ কাটানোর চেষ্টা করুক না রাজ্য সরকার, তারা যে আবার চাপের মুখে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, কৃষিক্ষেত্রে যেভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা নিয়েই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু। কিন্তু কি কারণে এই মামলা দায়ের করলেন তিনি? প্রসেনজিৎবাবুর দাবি, ভয়াবহ দুর্যোগের ক্ষেত্রে এক হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। কিন্তু এইরকম করে ক্ষতিপূরণ দিয়ে আদৌ কোনো লাভ হবে না। এক্ষেত্রে জমির মালিক ক্ষতিপূরণ পাবেন, নাকি ভাগচাষিরা পাবেন, সেই ব্যাপারে সরকারের বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট নির্দেশ না থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই এই সমস্ত অভিযোগ করে বিশিষ্ট অর্থনীতিবিদ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার ফলে ইয়াস নামক বিপর্যয়ের পর কৃষিক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও, তা ফের জটিলতার মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এদিন হাইকোর্টে সেই মামলা উঠলেও, তার শুনানি আগামী বুধবার অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এর আগে বারবার সরকারের পক্ষ থেকে প্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে সরকার ত্রাণ দিলেও, তা সরাসরি তৃণমূল নেতাদের বাড়িতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। স্বাভাবিকভাবেই এর ফলে “ইয়াস” নামক দুর্যোগ আছড়ে পড়ার পর বাড়তি সচেতনতা অবলম্বন করেছিল রাজ্য সরকার। কোনোভাবেই যাতে ত্রাণ দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ না ওঠে, তার জন্য দল থেকে শুরু করে প্রশাসন, সকলকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এবার কৃষিক্ষেত্রে ত্রাণ দেওয়ার বিষয়টি নিয়ে বড় প্রশ্ন তুলে ধরে আদালতে যেভাবে বিশিষ্ট অর্থনীতিবিদের পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হল, তাতে সরকারের চাপ যে ক্রমশ বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে শুনানি পর্ব থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!