ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন অভিনেতা জাতীয় বিশেষ খবর November 30, 2017 এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন এক প্রথম সারির অভিনেতা। তবে তা কলকাতা বা পশ্চিমবঙ্গের বুকে নয়, হয়েছে সুদূর কেরালাতে। সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, মালয়ালম অভিনেতা কলাভবন অবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ সকালে কোচির অমৃতা হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁর প্লেটলেট দ্রুত কমতে থাকে, তার উপরে মাত্র কয়েক মাস আগেই ক্যানসারেও আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, হাসপাতালে আনার মিনিট পঁয়তাল্লিশেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। অবি মালায়লাম সিনেজগতে এক প্রথমসারির অভিনেতা ও কৌতুকশিল্পী হিসাবে পরিচিত ছিলেন। বহু মালায়লাম ছবিতে তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন, কিন্তু ডেঙ্গু ঘাতক রূপে দেখা দিয়ে মাত্র ৪৯ বছর বয়সে কেড়ে নিল এই অভিনেতাকে। তাঁর মৃত্যুতে মালায়ালম সিনেজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আপনার মতামত জানান -