এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > নেতাজির ‘মৃত্যু’ নিয়ে নতুন তথ্য উঠে এল গবেষণায়

নেতাজির ‘মৃত্যু’ নিয়ে নতুন তথ্য উঠে এল গবেষণায়


ভারতের অমর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে জল্পনার শেষ নেই। তাঁর ভক্তরা বিশ্বাস করেন এখনো হয়তো তিনি বেঁচে আছেন। কারণ নেতাজির মৃত্যু টা রহস্যই থেকে গেছে। সরকারিভাবে জানানো হয়েছিল তাইহোকু বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন, কিন্তু তারপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে যা থেকে তাইহোকু বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন জগতে বাধ্য।
আর এর মধ্যেই আবারো সামনে এল এক বিস্ফোরক তথ্য। ফ্রান্সের ইতিহাসবিদ জেবিপি মোরে বছরের পর বছর ধরে সুভাষচন্দ্রের শেষ জীবন নিয়ে গবেষণা করছেন। তিনি সম্প্রতি ফ্রান্সের জাতীয় আর্কাইভে ‘আইএনএ এবং বোস’ সংক্রান্ত একটি গোপন ফাইলের সন্ধান পান বলে খবর। সেই ফাইল দেখতে চাইলে তিনি সরকারি তরফে উত্তর পান, একশ বছরের জন্য সেই গোপন ফাইল ‘ক্লাসিফায়েড’ রয়েছে। আর এরপরেই তিনি দাবি করেন, একটি নির্দিষ্ট ফাইল না দেখতে দেওয়া নিয়ে ফ্রান্স কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। তা থেকে এই সিদ্ধান্তে এসেছি আমার ধারণাই ঠিক। ১৯৪৫ সালের সেপ্টেম্বরের আশেপাশে নেতাজির মৃত্যু হয়। তাই ১০০ বছরের জন্য ওই ফাইল ক্লাসিফায়েড হিসেবে রাখা হয়েছে। তারসাথেই তিনি আরো জানান, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির, ভিয়েতনামের সায়গনের কোনও এক জেলেই মৃত্যু হয়েছিল তাঁর। আর এরপর নেতাজির গ্রেপ্তারির কথা চাপা দিতেই একের পর ভুল খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয় বলেই তিনি মনে করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!