এখন পড়ছেন
হোম > রাজ্য > আদালতের নির্দেশের পরেই কমিশনের তৎপরতা, বড় সিদ্ধান্তের গুঞ্জন!

আদালতের নির্দেশের পরেই কমিশনের তৎপরতা, বড় সিদ্ধান্তের গুঞ্জন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের শতাধিক পৌরসভার ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে নাকি রাজ্য পুলিশ দিয়ে হবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আর এই পরিস্থিতিতে হাইকোর্টের পক্ষ থেকে 24 ঘণ্টার মধ্যে ভোটের নিরাপত্তা কারা দেবে, তা নিয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। স্বভাবতই এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। তবে হাইকোর্টের নির্দেশের পরেই এবার তৎপরতা গ্রহণ করল রাজ্য নির্বাচন কমিশন।

সূত্রের খবর, আজ হাইকোর্টের নির্দেশে পরেই আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যে বৈঠকে স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে ডিজি, আইজিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। একাংশ বলছেন, তড়িঘড়ি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হয়ত বা দিনের শেষে পুলিশ দিয়েই ভোট করানোর কথা বলা হবে। কিন্তু সেই ব্যাপারে নিজেদের তরফ থেকে গোটা বিষয়টিতে সিদ্ধান্ত নিয়ে পাকাপাকিভাবে আদালতকে জানিয়ে দিতে চাইছে কমিশন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!