এখন পড়ছেন
হোম > রাজ্য > বিধানসভা জিততে ভরসা সোশ্যাল মিডিয়াই, IT সেলের জন্য বড়সড় কর্মী নিয়োগ তৃণমূলের, মিলবে ভাতাও

বিধানসভা জিততে ভরসা সোশ্যাল মিডিয়াই, IT সেলের জন্য বড়সড় কর্মী নিয়োগ তৃণমূলের, মিলবে ভাতাও


সোশ্যাল মিডিয়ায় বিজেপি যে তাদের থেকে অনেকটাই এগিয়ে, তা বিভিন্ন সময় নিজেদের অভ্যন্তরীণ বৈঠক থেকে শুরু করে প্রকাশ্যে স্বীকার করে নিতে দেখা গেছে অনেক তৃণমূল নেতা নেত্রীদের। তবে বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব যে অপরিসীম, তা বুঝতে শুরু করেছে ঘাসফুল শিবির। আর তাই এতকাল অনেক নেতারা সোশ্যাল মিডিয়ায় বেশি মনোযোগী না হলেও, এবার চাপে পড়ে তারা সেদিকে দৃষ্টি দিতে শুরু করেছেন।

সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে সেই সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে নিজেদের প্রচার করতে আইটি সেলে জেলাজুড়ে কর্মী নিয়োগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে এই কাজ শুরু করে দিয়েছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। যেখানে ব্লক এলাকায় পাঁচজন এবং পৌরসভা এলাকায় তিন জন কর্মী নিয়োগ করে তাদের মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগ যে বিজেপিকে মাত করতে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজেদের দলের প্রচার সোশ্যাল মিডিয়ায় বেশি করার জন্যই, তা স্পষ্ট হয়ে গেছে সকলের কাছে।

জানা গেছে, সম্প্রতি এই ব্যাপারে বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। মূলত ব্লক কমিটির পক্ষ থেকে 5 জনকে নিয়োগ করা হবে। আর পৌরসভায় টাউন কমিটি এই নিয়োগের দায়িত্ব থাকবে। কিন্তু যাদের নিয়োগ করা হবে, তাদের কাজ কি হবে? জানা গেছে, যে সমস্ত কর্মী এর দায়িত্বে থাকবেন, তারা বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও বিজেপির বিরুদ্ধে প্রচার এবং তৃণমূলের উন্নয়নের কথা লাগাতার প্রচার করা হবে বলে খবর। এক্ষেত্রে কিছুটা অভিনবত্বের ছোঁয়াও দেখা যাবে এই আইটি সেলের কর্মীদের মধ্যে। যেখানে তাদের পরনে থাকবে গাঢ় নীল রঙের প্যান্ট এবং আকাশী রঙের জামা। যেখানে লেখা থাকবে, টিএমসি-আইটি সেল। অর্থাৎ সামনের বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো ভাতা দিয়ে কর্মী নিয়োগ করে নিজেদের উন্নয়নের প্রচার এবং বিজেপিকে মাত করতেই বীরভূম জেলা তৃণমূলের এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ বলেন, “বিধানসভা ভোটকে মাথায় রেখে ব্লক এলাকায় পাঁচজন এবং পৌরসভায় তিনজন করে কর্মী নিয়োগ করা হবে। তাদের মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের সমস্ত ধরনের প্রকল্পের যথাযথ প্রচার করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুলাই মাসেই এই টিম কাজ শুরু করবে।” যদিও বা তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলেও, বিজেপি তাকে গুরুত্ব দিতে নারাজ।

এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, “আইটি সেলকে যতই শক্তিশালী করার চেষ্টা করুক, তৃণমূলের অন্তিম যাত্রা শুরু হয়ে গিয়েছে। তাই বিজেপিকে অনুকরণ করে কোনো লাভ হবে না।” সব মিলিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বাড়তি গুরুত্ব দিয়ে বিধানসভা নির্বাচনে জয় আনতে অনুব্রত মণ্ডলের এই উদ্যোগ কতটা সাফল্য পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!