এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বাংলার ‘হাঁড়ির হাল’ ফাঁস করতে অনাবাসী ভারতীয়দের দিয়ে বাজিমাতের চেষ্টায় বিজেপি

বাংলার ‘হাঁড়ির হাল’ ফাঁস করতে অনাবাসী ভারতীয়দের দিয়ে বাজিমাতের চেষ্টায় বিজেপি


মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে ফেসবুক লাইভ করল নব বঙ্গ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলিকন ভ্যালিতে কর্মরত ভারতীয়দের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে ছিলেন নব বঙ্গের আহ্বায়ক সৌমেন পুরকায়স্থ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের এই অনুষ্ঠানের পর নব বঙ্গের আহ্বায়ক সৌমেন পুরকায়স্থ বললেন, “বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।গণতন্ত্র হরণ হচ্ছে প্রতিদিন। মহিলাদের নিরাপত্তা নেই। বাংলায় শিল্পের হাহাকার। রবীন্দ্র-নজরুল চর্চা হয় না। চারদিকে অবসাদ, হানাহানি, সাম্প্রদায়িক অস্থিরতা। বাংলায় নব জাগরণ প্রয়োজন হয়ে পড়েছে। আবার নব বঙ্গের মুখ্য রাজ্য সংযোজক সুমন চক্রবর্তী একপ্রকার আনন্দিত হয়ে বললেন, “নব বঙ্গের প্রাণপুরুষ সৌমেন দার নেতৃত্বে সবাই মিলে আমরা নব বঙ্গ গঠন  করব।” সূত্রের খবর, ২০১৯ ও ২০২১ সালের আগে বাংলার সুশীল সমাজকে পাশে পেতে বিজেপি নব বঙ্গের মোড়কে একটি সংগঠন খুলেছে । এদিন কৈলাস বিজয়বর্গীর ফেসবুক লাইভে আসার পর বিজেপির এই উদ্দেশ্য প্রকাশিত হলো রাজনৈতিক মহলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!