এখন পড়ছেন
হোম > রাজ্য > আমাকে বেশি ঘাঁটবেন না – ব্রিগেডের পর কঠিন, কঠোর ও সঠিক পদক্ষেপ নেব: শুভেন্দু অধিকারী

আমাকে বেশি ঘাঁটবেন না – ব্রিগেডের পর কঠিন, কঠোর ও সঠিক পদক্ষেপ নেব: শুভেন্দু অধিকারী


রাজ্যের বিরোধীদের উদ্দেশ্যে বারে বারেই বিভিন্ন সভাতে আক্রমণাত্মক হতে দেখা যায় তাঁকে। গতকাল বিকেলে ময়নার কলেজ মাঠে প্রকাশ্য জনসভায় সেই বিরোধীদের উদ্দেশ্যেই ফের হুশিয়ারি দিতে দেখা গেল রাজ্যের পরিবহন ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

সূত্রের খবর, এদিনের এই সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক সংগ্রাম দোলই, সুকুমার দে, জেলা পরিষদের কর্মাধক্ষ শেখ সাজাহান আলি, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক সভাপতি সুব্রত মালাকার সহ অন্যান্যরা। আর এদিনের এই সভা থেকেই সম্প্রতি বাকচার অশান্তির ঘটনাকে তুলে ধরে বিরোধীদের হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “এখানে সোমনাথ বেড়া নামে আমাদের এক তরতাজা যুবক খুন হয়েছেন। আমরা তাঁর পরিবারের পাশে সবসময় আছি। কিন্তু বাকচার ঘটনায় যদি ফের কেউ সন্ত্রাস করেন, বোমাবাজি করেন আর আইন হাতে তুলে নিয়ে ভাবেন যে তৃণমূল দুর্বল, তাহলে কিন্তু ভুল করছেন। আমাকে বেশি ঘাটাবেন না। 19 তারিখে ব্রিগেডের সভার পরেই আমি এই ব্যাপারে কঠিন, কঠোর ও সঠিক পদক্ষেপ নেব।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে অতীতে বিরোধী দলে থাকার সময়ে এই বাকচায় সভা করতে এসে তিনিও যে হেনস্থার শিকার হয়েছিলেন এদিনের সভায় সে কথাও উল্লেখ করেন রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী। অন্যদিকে এই সোমনাথ বেড়া খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেন শেখ শাজাহান আলী। জানা গেছে, এই সোমনাথ বেড়া খুনের ঘটনায় এদিন দুপুরেই চলে পঞ্চায়েত সদস্যা হাপেজা খাতুনকে আটক করেছে পুলিশ।

এদিকে এদিনের এই সভা মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশ্যেও কড়া হুশিয়ারি দিতে দেখা যায় তৃণমূলের শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত উল্লেখ্য, কদিন আগে এই একই জায়গায় সভা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের অধিকারী পরিবারের উদ্দেশ্যে জোর কটাক্ষ করেছিলেন।

আর এদিন তারই জবাবে নাম না করে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, “অনুমতি ছাড়াই কয়েকদিন আগে এখানে এক অশিক্ষিত লোক মিটিং করে বলেছিল, অধিকারী ব্রাদার্স এন্ড সন্সকে নাকি তুলে ফেলে দেবে। আমি বলি, তুমি তো কোন ছাড়! তোমার চৌদ্দ পুরুষ এলেও তা পারবে না। তোমার জন্মের অনেক আগে থেকে 100 বছরের ইতিহাস রয়েছে অধিকারী পরিবারে। ব্রিটিশের সাথে লড়াই করেছে আমার পরিবার। তোমার মুখ থেকে যখন লালা পরছিল তখন থেকেই আমরা বিধায়ক ও সংসদ সদস্য হয়ে আসছি।”

অন্যদিকে তাঁকে জব্দ করতে লক্ষ্মণ শেঠ, সুশান্ত ঘোষ এমনকি কিসেনজিও পারেনি বলে এদিন সেই দিলীপ ঘোষকে কার্যত হুঁশিয়ারি দেন রাজ্যের এই হেভিওয়েট তৃণমূল নেতা। এদিকে এদিনের এই সভা থেকে আগামী লোকসভা ভোটে বিজেপি কেন্দ্রে গোহারা হারবে বলেও মন্তব্য করেন শুভেন্দু বাবু।

দলীয় প্রধানদের উদ্দেশ্য সতর্কবার্তা জারি করে শুভেন্দু অধিকারী বলেন, “ক্রসচেক না করে কোনো ঘটনায় আপনারা জড়িয়ে পড়বেন না। মনে রাখবেন মানুষ যা চাইবে না, আমরা কিন্তু তা করতে দেব না।” সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বাকচার ঘটনার কথা উল্লেখ করে বিরোধীদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দিয়ে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ন হতে দেখা গেল রাজ্যের পরিবহনমন্ত্রীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!