এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আইনমন্ত্রী সহ এই হেভিওয়েটদের নিয়ে জরুরি বৈঠক নবান্নে মুখ্যমন্ত্রী মমতার !

আইনমন্ত্রী সহ এই হেভিওয়েটদের নিয়ে জরুরি বৈঠক নবান্নে মুখ্যমন্ত্রী মমতার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বিভিন্ন ঘটনায় একের পর এক বিভিন্ন মামলায় ক্রমাগত ব্যাকফুটে  রাজ্য । বীরভূম কান্ড থেকে শুরু করে ঝালদা, হাঁসখালি তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে । যা রাতের ঘুম কেড়ে নিচ্ছে শাসকদল তৃণমূলের এমনটা দাবী  বিশেষজ্ঞ মহলের । তবে এরই মধ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বার কাউন্সিলের সভাপতি অশোক কুমার দেব এই হেভিওয়েটদের জরুরী তলব করা হয়েছে নবান্নে ।

সূত্রের খবর আজ বিকেলেই এই তিন হেভিওয়েটদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা । তবে এখানে বিশেষজ্ঞ মহল থেকে প্রশ্ন উঠে আসছে হঠাৎ তৃণমূল কংগ্রেসের আরো অনেক হেভিওয়েট নেতৃত্বে থাকা সত্ত্বেও কেনো এই তিনজনকে নিয়ে বৈঠক বসার সিদ্ধান্ত করলেন মুখ্যমন্ত্রী ? তাহলে কি সিবিআই তদন্তের  চরম অস্বস্তিতে  রাজ্য সরকারক ? যার জন্য কিভাবে আইনি পথে এই সমস্ত মামলাকে কী ভাবে  মোকাবেলা করা যায়  এই সব বিষয়ে বৈঠক বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল । তবে এখন দেখার বিষয় কেনো হঠাৎ এই হেভিওয়েটদের নিয়ে জরুরি বৈঠক এবং এই বৈঠক থেকে কি বিষয় উঠে আসে সেদিকে নজর সকলেরই ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!