এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গেরুয়া দুর্গে বড় ভাঙন, চিন্তায় রাজ্য বিজেপি শিবির

গেরুয়া দুর্গে বড় ভাঙন, চিন্তায় রাজ্য বিজেপি শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে বাংলার রাজনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র 2021 এর বিধানসভা নির্বাচনকে ঘিরেই হয়ে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। দেখা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক শিবিরগুলি নিজেদের ঘর গোছাতে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে। যার মধ্যে সংগঠনকে শক্তিশালী করা অন্যতম বলে মনে করা হচ্ছে। কিন্তু তার সাথে পাল্লা দিয়ে চলছে অন্যের ঘর ভাঙার খেলা। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় বেশ শক্ত ঘাঁটি তৈরি করে বিরোধী দল বিজেপি।

রাজ্যের শাসক দল তৃণমূল সেসময় বেশ কিছুটা ব্যাকফুটে পড়ে যায় বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঘাসফুল দুর্গ গেরুয়া ঝড়ের কবলে পড়ে রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে যেতে দেখা যায়। কিন্তু বর্তমানে সেই উত্তরবঙ্গেই এবার গেরুয়া দুর্গে ভাঙন ধরালো তৃণমূল শিবির। যা এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে যথেষ্ট উল্লেখযোগ্য বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, সম্প্রতি হলদিবাড়ি ব্লকের অন্তর্গত বড় হলদিবাড়ি অঞ্চলের চৌরঙ্গী বাজারে এক ঝাঁক বিজেপি এবং সিপিএম কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সূত্রে জানানো হয়েছে, দলবদলকারীদের সংখ্যাটা প্রায় তিনশত। এদিন দলত্যাগকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে তাঁদের দলে স্বাগত জানানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে নতুন দলে এসেই পূর্বতন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলবদলকারীরা। তাঁদের মতে, পুরনো দলে তাঁরা কাজ করতে পারছিলেননা ঠিকভাবে। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের জন্য কাজ করে চলেছেন এবং উন্নয়ন ঘটিয়ে চলেছেন সেই আদর্শ এবং উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তাঁরা তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি জানিয়েছেন।

অন্যদিকে এখনো পর্যন্ত বিজেপির বা সিপিএম শিবির থেকে এত বিপুল পরিমাণ দলবদল নিয়ে কোন প্রতিক্রিয়া জানা যায়নি বিরোধীদের। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যেভাবে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত জায়গাগুলি থেকে একের পর এক কর্মী-সমর্থক দলবদল করছে, তা কিন্তু যথেষ্ট চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবিরের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একটা সময় যে জেলাগুলি গেরুয়া শিবিরকে ঢেলে ভোট দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম হলো উত্তরবঙ্গ। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যেভাবে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরছে, তা যদি এখনই না আটকানো যায় তাহলে বিজেপির সংগঠনে অচিরেই এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!