এখন পড়ছেন
হোম > জাতীয় > জোট বাধার পরেই জোর ধাক্কা অখিলেশের, সিবিআই জেরা করতে পারেন

জোট বাধার পরেই জোর ধাক্কা অখিলেশের, সিবিআই জেরা করতে পারেন

উত্তরপ্রদেশে জোট বাঁধার পরই সমস্যার মুখে অখিলেশ যাদব। সিবিআইয়ের জেরার মুখে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে সমাজবাদী পার্টি সুপ্রিমোর। সিবিআই খুব জলদিই সমন পাঠাতে চলেছে তৎকালীন অখিলেশ সরকারের খাদান মন্ত্রী গায়েত্রী প্রসাদ প্রজাপতিকে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে,২০১২-১৩ সালে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সরকারের আমলে অবৈধ বালিখাদান কান্ডে বেশ জলঘোলা হয়েছিল রাজনৈতিকমহলে। ফের সেই একই ইস্যুতে আবার ডাক পড়তে পারে অখিলেশ যাদবের। কারণ সেসময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এই অবৈধ বালিখাদান কান্ডে দীর্ঘদিন ধরেই তদন্তকার্যে রয়েছে সিবিআই। ইতিমধ্যে এই ইস্যুতে দিল্লি,উত্তরপ্রদেশ সহ মোট ১২ টু জায়গায় তল্লাশি চালানো হয়েছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের। তারপরই তদন্ত সূত্রে হাতে এসেছে বেশ কিছু তথ্য। এবং এই তথ্যের সত্যতা খতিয়ে দেখার জন্যে অখিলেশের মন্ত্রীসভার মন্ত্রীদের এই অবৈধ বালিখাদান কেলেঙ্কারিতে কী ভূমিকা ছিল তা জানার প্রয়োজন উপলব্ধি করেছে সিবিআই।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বেশ কয়েকজন সমাজবাদী পার্টির নেতাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রমেশ মিশ্র,রাম অবতার রাজপুতরা রয়েছেন এঁদের তালিকায়। এছাড়া তল্লাশি চলছে আইএএস অফিসার বি চন্দ্রকলার বাড়িতেও। এই আইএএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি হামিরপুরের জেলাশাসক থাকাকালীন সপা নেতাদের অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দিয়ে নিজে লাভ করেছেন।

এই তদন্তকার্যে নেমেই জলাউন,হামিরপুর,লক্ষৌ,দিল্লিতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এরপর প্রাক্তন সপা সরকারের খাদান মন্ত্রী গায়েত্রী প্রসাদ প্রজাপতিকে জেরা করতে চলছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। জেরার মুখে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে অখিলেশ সিং যাদবেরও।

উল্লেখ্য,দিন কয়েক আগেই ১৯’এর লোকসভা ভোটের জন্য কংগ্রেসকে বাদ দিয়েই বিজেপি বিরোধী জোট গঠন করলেন অখিলেশ-মায়াবতী। এরপর থেকে সপা সুপ্রিমোকে সিবিআইয়ের জেরার সম্ভাবনা প্রকাশ্যে আসায় জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

আসলে বিজেপি বিরোধী জোটের গোড়ায় আঘাত হানার জন্যেই ঠিক লোকসভা ভোটের আগে এই ইস্যুতে বিরোধীদের ভাবমূর্তি নষ্ট করার কৌশল করেছে মোদী-যোগী,এমনটাই অভিমত বিশ্লেষকদের। এখন বিজেপির এই অভিপ্রায় সফল হয় কিনা সেটা নিয়ে চর্চা চলছে রাজনৈতিমহলে। অন্যদিকে,উদ্বেগে রাতের ঘুম উড়েছে বিরোধীমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!