এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতের এক্সিট পোল – কি হতে পারে ভারতের ৫৪৩ আসনের সাম্ভাব্য ফলাফল দেখে নিন একনজরে

ভারতের এক্সিট পোল – কি হতে পারে ভারতের ৫৪৩ আসনের সাম্ভাব্য ফলাফল দেখে নিন একনজরে


অবশেষে বাংলার সঙ্গে গোটা দেশেই শেষ হল সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। যদিও, এখনও কোথাও কোথাও ভোটগ্রহণ পর্ব চলছে – তবে নির্বাচন কমিশনের মতে সরকারিভাবে তা সমাপ্ত। এখন সকলেরই অধীর আগ্রহে অপেক্ষা ২৩ তারিখের জন্য – কেননা সেদিন সকাল ৮ টা থেকে ইভিএম বাক্স খুললে আঁচ পাওয়া যাবে দেশের পরবর্তী সরকার গঠনের ভার কাদের হাতে যেতে চলেছে।

তবে তার আগে, মাঝের এই কদিন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষের মনের উদ্বিগ্ন ভাব কাটাতে প্রিয় বন্ধু মিডিয়ার তরফে সামনে আনা হবে বুথ ফেরত সমীক্ষা। আমরা নির্বাচনের আগেই বিভিন্ন পর্যায়ে ওপিনিয়ন পোলের মাধ্যমে বাংলার মানুষ কি ভাবছেন, এমনকি গোটা ভারতের ক্ষেত্রে সামগ্রিক ছবি কি দাঁড়াতে পারে – তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছিলাম। আর এবার পালা এক্সিট পোলের।

আজ যেহেতু ভোটগ্রহণ পর্ব চলেছে, তাই এই সমীক্ষা বিকেল ৩ টে পর্যন্ত প্রাপ্ত ডাটার উপর নির্ভর করে করা হয়েছে। ফলে, আমাদের সমীক্ষক দলের মতে, এতে সামগ্রিকভাবে ফলাফল বা জেতা হারার উপর খুব বেশি পরিবর্তন না হলেও, আজকের হওয়া ৫৯ টি আসনের জয়ের ব্যবধানের হিসাবে সামান্য পরিবর্তন হতে পারে। তবে তার সম্ভাবনা খুব সামান্যই বলে মনে করছেন আমাদের সমীক্ষা বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আমরা ইতিমধ্যেই বাংলার ৪২ টি আসনের সামগ্রিক ভোট শতাংশ কোন দলের কত হতে পারে এবং কোন দলের ঝুলিতে কত আসন যেতে পারে তার একটা আভাস তুলে ধরেছি। এবার পালা ভারতের ৫৪৩ টি লোকসভা আসনের সামগ্রিক ছবি কি দাঁড়াতে পারে তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা। কিছুক্ষনের মধ্যেই প্রতিটি রাজ্যে কোন রাজনৈতিক দলের আসনসংখ্যা কি হতে পারে তার বিস্তারিত প্রকাশ করা হবে।

প্রথমেই দেখে নেওয়া যাক, ২০১৯ এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সারা ভারতে কোন দলের ভাগ্যে কত শতাংশ ভোট থাকতে পারে –
এনডিএ – ৪১%
ইউপিএ – ৩২%
অন্যান্য – ২৭%

এবার দেখে নেওয়া যাক সারা ভারতে কোন দলের ঝুলিতে কতগুলি আসন যেতে পারে –
মোট আসন – ৫৪৩
এনডিএ – ২৯৩
ইউপিএ – ১১৬
অন্যান্য – ১৩৪

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!