এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বাস্থ্যসাথীর আড়ালে আদতে বড়সড় বঞ্চনা? মমতার পদক্ষেপে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক-শিক্ষাকর্মীরা?

স্বাস্থ্যসাথীর আড়ালে আদতে বড়সড় বঞ্চনা? মমতার পদক্ষেপে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক-শিক্ষাকর্মীরা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে প্রত্যেকের জন্য স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে এক্ষেত্রে পরিবারের বয়স্ক মহিলার নামে কার্ড হবে বলে জানা গিয়েছে। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের ঘোষণার সাথে সাথেই এবার সামনে এলো বড়োসড়ো বঞ্চনার কথা। রাজ্যজুড়ে শিক্ষক শিক্ষাকর্মীরা এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য সরকারের প্রতি। তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ তাঁদের মেডিকেল অ্যালাউন্স কেটে নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত রাজ্য শিক্ষা এবং শিক্ষাকর্মীদের জন্য কোন বিশেষ হেলথ স্কিম শুরু করেনি রাজ্য সরকার আর তাই এবার ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্প সহ রাজ্যজুড়ে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন একদিকে। আর অন্যদিকে রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মীদের মেডিকেল অ্যালাউন্স কেটে নেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথীর আওতায় আসার জন্য। এই নিয়ে এবার প্রশ্ন তুললেন শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষক, শিক্ষাকর্মীদের থেকে অনেক বেশি আর্থিক ক্ষমতা সম্পন্ন মানুষ স্বাস্থ্য সাথী কার্ডের আওতাভুক্ত হচ্ছেন। কিন্তু শিক্ষক, শিক্ষাকর্মীদের দীর্ঘদিন ধরেই মেডিকেল অ্যালাউন্স কেটে নেওয়া হচ্ছে।

পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মীদের রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায় ‘পশ্চিমবঙ্গ হেলথ স্কিম’ এর অধীনে আনার দাবিও মানা হচ্ছে না। কিংকর অধিকারী দাবী করেছেন, যতদিন না অন্য রাজ্য সরকারি কর্মচারীদের মতন হেলথ স্কিমের আওতায় আনা হচ্ছে শিক্ষক, শিক্ষাকর্মীদের, ততদিন পর্যন্ত বিনামূল্যে অন্যান্যদের মতন স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হোক। অন্যদিকে জানা যাচ্ছে, স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হওয়ার পর শিক্ষক, শিক্ষাকর্মীদের মধ্যে যারা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন তাঁদের প্রত্যেকেরই মেডিকেল অ্যালাউন্স কাটা চলছে। মুখ্যমন্ত্রী নিজে কয়েক বছর আগে ঢক্কা নিনাদ সহযোগে শিক্ষক, শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনে ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পুরোটাই ছিল মেডিকেল অ্যালাউন্স কেটে নেওয়ার পরিবর্তে। পাশাপাশি শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা রাজ্যের স্বাস্থ্যবীমার আওতায় আসার যে দাবি করেছিল, তা কিন্তু এখনও পর্যন্ত মানা হয়নি। নতুন কোন নির্দেশিকাও শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য নেই। অন্যদিকে যেসব শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী রাজি নন স্বাস্থ্য সাথী প্রকল্প নিতে তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা নেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, যারা এতদিন পর্যন্ত কোন রকম স্বাস্থ্য বীমার সুযোগ পাননি, তাঁরা প্রত্যেকেই এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসতে পারবেন। তবে পরিবারের মহিলা সদস্যের নামে এই কার্ড ইস্যু করা হবে।

কিন্তু পুরো পরিবার এই কার্ডের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। নতুন স্বাস্থ্য সাথী কার্ড স্মার্ট কার্ড হিসাবে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং এই কার্ডে পরিবারের সবার পরিচয় থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কার্ডের লেনদেন প্রক্রিয়া হবে সম্পূর্ণ ক্যাশলেস। এবং পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা নির্ধারিত হবে। পাশাপাশি জানা গেছে, সরকারি হাসপাতাল ছাড়াও প্রাইভেট হাসপাতালে এই কার্ড ব্যবহার করা যাবে। অন্তত 15 বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতায় এসেছে বলে খবর।

পাশাপাশি ক্যান্সার,ডায়বেটিস, স্নায়ুরোগ, হৃদরোগের সমস্যাসহ একাধিক জটিল রোগের চিকিৎসা করা যাবে এই প্রকল্পের আওতায়। তবে সবশেষে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা কিন্তু এখনো বঞ্চনার অন্ধকারেই রয়েছেন বলে মনে করা হচ্ছে। এই নিয়ে বিরোধীরাও রাজ্য সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মীদের দিকে যদি মুখ্যমন্ত্রী নজর না দেন, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু রাজ্যের বিপুল শিক্ষক, শিক্ষাকর্মীদের ভোট পেতে অসমর্থ হবে শাসক দল।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!