এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পার্থকে জেরা করে নয়া পথে সিবিআই, গোপন তথ্য ফাঁস! ঘুম উড়বে তৃনমূলের, সোচ্চার বিজেপি!

পার্থকে জেরা করে নয়া পথে সিবিআই, গোপন তথ্য ফাঁস! ঘুম উড়বে তৃনমূলের, সোচ্চার বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতিতে প্রায় এক বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে থাকতে থাকতে তিনি তার দল সম্পর্কে আগের মত অতটা সহনশীল মনোভাব রাখছেন না। দল সেভাবে তার পাশে না থাকায় তিনি ক্ষুব্ধ বলেই দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে আবার তাকে প্রেসিডেন্সির জেলে গিয়ে প্রায় তিন ঘন্টা জেরা করলো সিবিআই। ফলে সেই জেরায় পার্থ চট্টোপাধ্যায় বড় কোনো তথ্য ফাঁস করেনি তো? আর সেই তথ্যে তৃণমূলের ঘুম উড়লে কোন কোন নেতা ফাঁসবেন, তা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। যার ফলে গোটা বিষয়ে কড়া নজর রাখতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত, তদন্তের স্বার্থে বেশ কিছু বিষয় জিজ্ঞাসাবাদের জন্য কিছুদিন আগেই আলিপুর আদালতে একটি আবেদন করেছিল সিবিআই। যেখানে তারা জানায় যে, কিছু কারণে তাদের পার্থ চট্টোপাধ্যায়কে আবার জেরা করতে হবে। আর সেই আবেদন মান্যতা পাওয়ার পরেই এদিন প্রেসিডেন্সি জেলে গিয়ে প্রায় তিন ঘন্টা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে জেরার পর অনেকের মনেই নানা প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। অনেকে বলছেন, পার্থ চট্টোপাধ্যায় কি এদিনের জেরায় বড় কোনো তথ্য ফাঁস করে দিয়েছেন? একাংশের মতে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাতে শুধুমাত্র একা পার্থ চট্টোপাধ্যায় এতে জড়িত, এটা ভাবলে ভুল হবে। তৃণমূলের আরও অনেক বড় বড় রাঘববোয়াল রয়েছেন, যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত। তাই তাদের গ্রেপ্তারির পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে কারণেই এখন ফাইনাল টাচ দেওয়ার আগে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে বলেই দাবি সমালোচকদের।

ইতিমধ্যেই গোটা বিষয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তাদের দাবি, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর এখন জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় এক নয়। তার মনের ভেতরে অনেক ক্ষোভ রয়েছে। গ্রেপ্তার হওয়ার সময় তিনি হয়তো অনেক কথা বলেননি। কিন্তু দীর্ঘদিন জেলে থাকার কারণে তার তিক্ততা বাড়ছে। দলের কেউ সেভাবে তার খবর নেয় না। তাই এখন তিনি জেরায় এমন কিছু তথ্য বলে দিতে পারেন, যাতে তৃণমূলের অনেক নেতা চাপে পড়ে যাবেন। আগামী দিন রাজ্যের শাসক দলের অনেকের জন্যই বড় বিপদ অপেক্ষা করছে। তাই তারা সেই সময়ের জন্য এখন থেকেই প্রহর গোনা শুরু করুন বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে মাঝে একটা প্রশ্ন উঠেছিল। কিন্তু এখন তারা আবার দ্রুতগতিতে এই তদন্ত প্রক্রিয়াকে শেষ করতে চাইছে। তারা চাইছে, সাধারণ মানুষের দাবি মেনে এবার একটা কড়া পদক্ষেপের পথে তারা হাঁটবে। সেই কারণেই জেলে থাকা অনেক হেভিওয়েটকে তারা আবার নতুন করে জেরা করতে শুরু করেছে। কেননা ইতিমধ্যেই যে সমস্ত তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে ফাইনাল পর্বে যাওয়ার আগে আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে সিবিআই আরও বড় পদক্ষেপের ইঙ্গিত দিল। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!