এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “অমাবস্যার চাঁদ” হঠাৎ কেন এমন প্রতিক্রিয়া দিলীপ ঘোষের! জানলে চমকে যাবেন!

“অমাবস্যার চাঁদ” হঠাৎ কেন এমন প্রতিক্রিয়া দিলীপ ঘোষের! জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে বিজেপিকে সরিয়ে রাজ্যে বিরোধী শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে বামফ্রন্ট। কিন্তু খাতায়-কলমে যেমন তারা নেই, ঠিক তেমনই মাঠে-ময়দানেও সেভাবে তাদের দেখা যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে বামেদের কার্যত অমাবস্যার চাঁদের সঙ্গে তুলনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, সম্প্রতি বিজেপিকে পরাজিত করতে একমাত্র বাম-কংগ্রেস সক্ষম বলে মন্তব্য করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর সেই বিষয় নিয়েই এদিন প্রশ্ন করা হয় বিজেপি নেতা দিলীপ ঘোষকে। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “বাম-কংগ্রেস জোট কোথায় আছে, তা লোকজন খুঁজছে। আপাতত অমাবস্যার চাঁদের মতন গায়েব হয়ে গিয়েছে। মানুষ তাদেরকে অনেক সুযোগ দিয়েছে। কিন্তু তারা সমাজের জন্য কিছুই করতে পারেননি। তাই সমাজের কাছে প্রথমে তাদেরকে ক্ষমা চাওয়া উচিত।”

বিশেষজ্ঞদের মতে, দিলীপ ঘোষ এই কথা বলে বাম এবং কংগ্রেস, এই দুই দলকেই কড়া ভাষায় আক্রমণ করলেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এই দুই দলের রাজনৈতিক ভাবে কোনো অস্তিত্ব নেই। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!