এখন পড়ছেন
হোম > জাতীয় >  “আপনার ওই মিষ্টি হাসি মন ভালো রাখে..” ভরা সংসদে কার উদ্দেশ্যে এমন মন্তব্য মোদীর!

 “আপনার ওই মিষ্টি হাসি মন ভালো রাখে..” ভরা সংসদে কার উদ্দেশ্যে এমন মন্তব্য মোদীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ফের দ্বিতীয়বারের জন্য অধ্যক্ষের চেয়ারে বসলেন ওম বিড়লা। তবে এবার অনেক প্রতিবন্ধকতা ছিল। কারণ বিরোধীরাও এবার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখানে জয়লাভ করেন এনডিএরষ। যার ফলে আজ ভোটাভুটিতে জয়ী হয়ে অধ্যক্ষের চেয়ার অলঙ্কৃত করেন তিনি। আর তারপরেই তাকে শুভেচ্ছা জানান শাসক থেকে শুরু করে বিরোধীরা। আর এই পর্বেই বক্তব্য রাখতে গিয়ে ওম বিড়লা প্রসঙ্গে বড় মন্তব্য করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, এদিন স্পিকার পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে জয়লাভ করে আবার স্পিকারের চেয়ারে বসেন ওম বিড়লা। আর তারপরেই তার উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “শাস্ত্রে বলা রয়েছে, বিনম্র এবং ভদ্র মানুষের সফলতা আসে। আপনার মুখের ওই মিষ্টি হাসি সংসদের সবার মন ভালো করে দেয়।” অর্থাৎ সরল, শান্ত, মিষ্টি ব্যবহারের মানুষ বলে পরিচিত ওম বিড়লা আবার স্পিকার হতেই তাকে রীতিমত প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্য রীতিমত অন্য পরিবেশ সৃষ্টি করেছে সংসদ ভবনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!