গৌতম দেবের বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিলেন অর্জুন সিং বিশেষ খবর রাজ্য January 5, 2018 গতকাল নোয়াপাড়ায় বামেদের কর্মীসভা থেকে শাসকদলের তরফে নোয়াপাড়ার ভোটের দায়িত্ত্বপ্রাপ্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে দলীয় কর্মীদের উদ্দেশ্যে সিপিআইএম নেতা গৌতমবাবু বলেন, অর্জুন যদি দানা মারে গার্গীকে, তাহলে সেই দানা ফিরিয়ে দিতে হবে! তৈরি থাকতে গার্গীকে। আমরা সেই রকম প্রার্থীই দিয়েছি, কোন রকম ছাড় দেওয়ার ব্যাপার নেই। গৌতমবাবুর কথাতেই স্পষ্ট নোয়াপাড়ায় দলীয় প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের উপরে শাসকদল কোনোরকম হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে আর সেই কাজটা করতে হবে দলীয় কর্মীদের। ফলে রাজ্য-রাজনীতিতে শুরু হয় বিতর্ক। আর গৌতমবাবুর করা বিতর্কিত বক্তব্যের পাল্টা দিলেন অর্জুন সিং। তিনি বলেন, রাজনীতির ময়দানে নেমে এসব কথা বলা উচিত নয়। কিন্তু উনি নার্ভের রোগী, ওনার জন্য ছাড় আছে। দানা, বোমা এসব ওঁদের সংস্কৃতি, সেগুলিকেই ফেরাতে চাইছেন আবার। ওঁর কথার কী জবাব দেব? তবে গৌতমবাবুরা যদি বোমা, গুলি নিয়ে নির্বাচন করাতে আসেন আমরা মানুষকে সঙ্গে নিয়ে ব্যালট বাক্সে জবাব দেব, সিপিএমের জামানত জব্দ হবে। আপনার মতামত জানান -