এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন মোড়ে রাজ্য রাজনীতি! নেই পদ, নেই মন্ত্রীত্ব? আবার কি তৃণমূলমুখী মুকুল? বাড়ছে জল্পনা

নতুন মোড়ে রাজ্য রাজনীতি! নেই পদ, নেই মন্ত্রীত্ব? আবার কি তৃণমূলমুখী মুকুল? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার বেশ কয়েকটা বছর কেটে গেল। দলকে লোকসভা নির্বাচনে সাফল্য পাইয়ে দিয়েছেন। তৃণমূল থেকে হেভিওয়েট নেতা, বিধায়ক সহ নানা জনপ্রতিনিধিদের ভাঙিয়ে বিজেপিতে এনেছেন। একের পর এক চমক দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন‌। কিন্তু তা সত্ত্বেও বিজেপিতে সেভাবে কোনো জায়গা পাননি মুকুল রায়। তবে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছিল, তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এমনকি সেই কারণে তার দিল্লি যাত্রা নিয়ে তীব্র গুঞ্জন তৈরি হয়।

কিন্তু আপাতত সেরকম কোনো সম্ভাবনা তৈরি না হওয়ায়, এবার মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। জানা গেছে, সম্প্রতি দিল্লি গিয়ে মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। তাকে দ্রুত বিজেপি কোনো গুরুত্বপূর্ণ জায়গা দিক, এই বার্তা বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, মুকুল রায় বিজেপিতে কোণঠাসা হয়ে এবার তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন।

যদিও বা মুকুলবাবু সেই সমস্ত কথা অস্বীকার করেছেন। তবে দিল্লিতে গিয়েও সেভাবে তার গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পক্ষে কোনো রকম সবুজসংকেত না মেলায়, এখন কিছুটা হতাশ মুকুল রায় এবং তার অনুগামীরা বলে খবর। সম্প্রতি দিল্লি যাওয়ার আগে বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপি নেতা স্বপন দাশগুপ্তকে মুকুল রায় অনুরোধ করেছিলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যেন তার বিষয়টি নিয়ে তারা আর্জি জানান বলে দাবি এক সংবাদমাধ্যমের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এতসব সত্ত্বেও মুকুল রায় দিল্লি গিয়েও কেন তার পক্ষে কেন্দ্রীয় মন্ত্রীসভা হোক বা দলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার কোনো সবুজসংকেত আনা সক্ষম হল না! অনেকে বলছেন, মুকুল রায়ের বিরুদ্ধে এখনও সিবিআইয়ের মামলা ঝুলে রয়েছে। ফলে সেই সিবিআই প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরের মধ্যে পড়ায় মুকুল রায়কে যদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে পারে। তাই তাকে আপাতত পদ দিচ্ছে না বিজেপি।

তবে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় সাফল্য পেতে মুকুল রায়কে যে প্রয়োজন গেরুয়া শিবিরের, বিজেপি নেতাদের কথাতে উঠে আসছে। ফলে সেদিক থেকে কিভাবে মুকুল রায়কে রাখা যাবে এবং তাকে গুরুত্ব দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেওয়া যাবে, এখন তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্বদের কাছেও। ইতিমধ্যেই কলকাতায় ফিরে এসেছেন মুকুল রায়। কিন্তু দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত তার কোনো পদ না থাকায় এবার কি তিনি অন্য কিছু ভাবছেন?

এদিন এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, “ওসব নিয়ে কোনো কথা হয়নি। করোনা পরিস্থিতিতে এখন এসব আলোচনার সময় নয়। তাছাড়া ওই পরিস্থিতির জন্য এখনই মন্ত্রিসভায় রদবদলের কথা ভাবা হচ্ছে না।” তবে মুকুলবাবু প্রকাশ্যে যে কথাই বলুন না কেন, হাত খুলে রাজনীতি করার মত কোনো দিক বিজেপিতে তার পক্ষে নেই। না আছে তার পদ, নান আছে মন্ত্রিত্ব। ফলে সেদিক থেকে এবার দিল্লি সফরে গিয়ে পদের আশা করেও ফিরে আসতে হয়েছে মুকুল রায়কে। তাই এমতাবস্তায় তার এবার প্রাক্তন দলে ফিরে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে।

বিশেষ করে বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা ছড়িয়েছে যে মুকুলবাবু নাকি তৃণমূলে ফিরতে চেয়ে কথাবার্তা চালাচ্ছেন! যদিও তিনি নিজে এই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, মুকুলবাবুর মত বিচক্ষণ রাজনীতিবিদ এইরকম সিদ্ধান্ত নেবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজনীতিতে সব সম্ভব। তাই বাংলার রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়কে এখন বিজেপি গুরুত্ব দিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন করে, নাকি মুকুলবাবু বিজেপিকে চাপে রেখে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!