এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে গেরুয়া ঝড় থামিয়ে ঘাসফুলের সাজানো বাগান ফিরিয়ে আনতে মহা দায়িত্ব ফিরহাদ হাকিমকে

উত্তরবঙ্গে গেরুয়া ঝড় থামিয়ে ঘাসফুলের সাজানো বাগান ফিরিয়ে আনতে মহা দায়িত্ব ফিরহাদ হাকিমকে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অভূতপূর্ব ফল লাভ করেছিল বিজেপি। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে তারা এই ফল ধরে রাখতে তৎপর। উত্তরবঙ্গে মাঝে মাঝেই আসছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর হল শিলিগুড়ি। এই শহরকেই বিধানসভা ভোট পরিচালনার ভরকেন্দ্র হিসেবে বেছে নিয়েছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতাদের একাধিক বৈঠক হয়ে গেছে শিলিগুড়িতে। বিজেপির এই বাড়বাড়ন্তে কিছুটা হতাশ ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে তৃণমূল শিবিরকে উজ্জীবিত করতে শিলিগুড়িতে আসতে চলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যুব তৃনমূলের মিছিলে অংশগ্রহণ করে তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করবেন তিনি। আগামীকাল সোমবার শিলিগুড়ি শহরে রয়েছে তাঁর মিছিল।

আগামীকাল সোমবার রয়েছে শিলিগুড়িতে পুরমন্ত্রীর বিশেষ কর্মসূচি। যে উদ্যেশে আজ রবিবার বিকেলেই কলকাতা থেকে বিমানে শিলিগুড়িতে আসতে চলেছেন তিনি। আগামীকাল মিছিলে বিজেপির বিরুদ্ধে তিনি কি বক্তব্য রাখেন? সেদিকেই কৌতুহল তৃণমূলের নেতাকর্মীদের। প্রসঙ্গত, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, রাজ্য জুড়ে চলছে উন্নয়নের কাজ। যে কাজে সামিল হয়েছে উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী নিজেই কাজ তদারকি করছেন। মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে জনসংযোগ করছেন তাঁরা।

এদিকে, দীর্ঘদিনের জট কাটিয়ে শিলিগুড়ি শহরের কাছারি রোডে পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তি বসাতে চলছে পুরসভা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই মূর্তি উন্মোচন করা হবে। শিলিগুড়ি পুরসভার আমন্ত্রনে এই অনুষ্ঠানে আসতে চলেছেন পুরমন্ত্রী। অনুষ্ঠান সমাপ্তির পর তৃণমূল যুব সংগঠনের মিছিলে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্ক ময়দান থেকে শুরু হয়ে কাছারি রোড, হাসমিচক হয়ে হিলকার্ট রোড দিয়ে মহানন্দা সেতু পর্যন্ত যাবে এই মিছিল। মিছিলে কেন্দ্রের কৃষি নীতি, শিল্প নীতির বিরুদ্ধে লেখা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে চলবেন তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিল শেষে পুরমন্ত্রীর বক্তব্য রাখার সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শিলিগুড়ি হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। উত্তরবঙ্গের ব্যবসায়িক রাজধানী, আবার অনেকে বলে থাকেন উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী হল শিলিগুড়ি। শিলিগুড়ি দীর্ঘসময় বামদুর্গ হিসেবেই পরিচিত ছিল। তবে পরবর্তীতে শিলিগুড়িতে শক্তিশালী হয়েছে ঘাসফুল শিবির। সম্প্রতি শিলিগুড়িতে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে গেরুয়া শিবির। বিধানসভা ভোট পরিচালনার ভরকেন্দ্র হিসেবে এই শহরকে গড়ে তুলেছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতারা শিলিগুড়ি এসে উত্তরবঙ্গ জোনের জন্য বৈঠক করেছেন। আবার আগামী ৭ ই ডিসেম্বর রয়েছে বিজেপির উত্তরকন্যা অভিযান। নবান্ন অভিযান এর আদলে যা করা হবে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক কমিটি এই অভিযান পরিচালনা করবে।

রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন যে, শিলিগুড়িতে দিন দিন বাড়ছে বিজেপির দাপট। যথেষ্ট উজ্জীবিত হয়ে উঠেছে বিজেপি। যে কারণে কিছুটা হতাশ হয়ে পড়েছেন ঘাসফুল শিবিরের নেতাকর্মীদের একটি অংশ। অনেকেই এখন গা ছাড়া মনোভাব দেখাতে শুরু করেছেন। কিন্তু শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ একটি শহরে এমনটি হলে, তা শাসকদল তৃণমূলের পক্ষে যথেষ্ট চিন্তার বিষয়। তাই, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম শিলিগুড়িতে বিশেষ কর্মসূচি পালন করে উজ্জীবিত করতে চলেছেন দলকে। বিশেষজ্ঞরা বলছেন যে, বিজেপির বিরুদ্ধে লড়াইতে স্থানীয় নেতাকর্মীদের বাড়তি অক্সিজেন যোগাতে শিলিগুড়িতে আসছেন পুরমন্ত্রী।

তবে, শিলিগুড়িতে বিজেপির দাপট দিন দিন বাড়লেও সেখানকার তৃণমূল নেতারা অবশ্য তা মেনে নিতে নারাজ। তৃণমূল নেতাদের কথায়, শিলিগুড়িতে বিজেপির তেমন অস্তিত্ব নেই। তাই, তাদের কথা নিয়ে তাঁরা মাথা ঘামাচ্ছেন না। তৃণমূল নেতাদের দাবি, বিজেপি নেতাদের দেখা যায়নি লকডাউনের সময়ে, দার্জিলিং মোড়ের যানজট দূর করতে পারেননি তাঁরা, ফুলবাড়ীর বেহাল রাস্তাও তাঁরা মেরামত করতে পারেননি। তাই তাদের অপপ্রচার নিয়ে তৃণমূল ভাবীত নয়। তৃণমূল নেতাদের দাবি, শিলিগুড়িতে তৃণমূলের নেতাকর্মীরা যথেষ্ট ভাবে সক্রিয় আছেন। পুরমন্ত্রীর মিছিলের পর তাঁরা আরো সক্রিয় হবেন বলে, তাঁদের ধারণা। শিলিগুড়িকে ব্যবহার করেই উত্তরবঙ্গে লোকসভায় হারানো জমি ফিরে পেতে সচেষ্ট হলো তৃণমূল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!