এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রক্তাক্ত কেশিয়ারি, নৃশংসভাবে খুন তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি

রক্তাক্ত কেশিয়ারি, নৃশংসভাবে খুন তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ঝড়েশ্বর সাঁতরাকে নৃশংসভাবে খুন করে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনার পর রীতিমত উত্তপ্ত পরিস্থিতি এলাকা জুড়ে। স্থানীয়সূত্রে জানা যাচ্ছে ঝড়েশ্বরবাবু দলীয় বৈঠক সেরে পাশের গ্রাম থেকে নিজের বাইকে রাত্রে বাড়ি ফিরছিলেন। রাস্তাতেই তাঁর উপর নেমে আসে দুষ্কৃতীদের আক্রমন। তাঁর মাথায় অনেকগুলি ধারালো অস্ত্রের কোপ মারা হয়, এমনকি নৃশংসভাবে তাঁর চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়।
আর এই ঘটনার পর তীব্র হয়েছে রাজনৈতিক আবহাওয়া। স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের দাবি ঘটনার পিছনে হাত আছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের। ফলে সকাল থেকেই কেশিয়ারি বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ হয়, উত্তেজিত তৃণমূল সমর্থকরা বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয় বলেও জানা যাচ্ছে। অন্যদিকে, বিজেপি সমস্ত দায় অস্বীকার করে আঙ্গুল তুলেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। যদিও তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি সে অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ওখানে কোনও গোষ্ঠী কোন্দলের ব্যাপার নেই, তাহলে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বিজেপির পতাকা পোড়াত না। এটা বিজেপিরই কাজ, আমরা পুলিশকে তদন্ত করতে আবেদন করেছি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!