এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবটাই সংবাদমাধ্যমের অপপ্রচার: অরূপ বিশ্বাস

তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবটাই সংবাদমাধ্যমের অপপ্রচার: অরূপ বিশ্বাস


একদিকে যখন তৃণমূলের কাউন্সিলর বিরুদ্ধে অভিযোগ উঠছে দলীয় কার্যালয়ে আক্রমণ করার, অন্যদিকে অরূপ বিশ্বাসের দাবি তৃণমূলের অন্দরে নেই কোনো গোষ্ঠীকোন্দল। এদিন জামুড়িয়ার কেন্দা ময়দানের মঞ্চ থেকে এমনটাই জানালেন জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের যুবকল্যাণ ও পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন পঞ্চায়েতি রাজ্ সম্মেলন থেকে তিনি বললেন, তৃণমূলের ভিতরে কোনো ধরণের দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও সংবাদ মাধ্যম তৃণমূলের উন্নয়নের প্রতিযোগিতাকে গোষ্ঠীদ্বন্দ্বের নাম দিয়ে মূর্খের কাজ করছে। প্রসঙ্গত এদিন সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল দুর্গাপুরের সব বিধানসভার বিধায়করা, দুই পৌরসভার মেয়র সহ কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সদস্যরা এবং দুই মহকুমার তৃণমূল নেতৃত্ব।

এদিন সিপিএমকে কটাক্ষ করে অরূপবাবু ভাঙা নৌকা সঙ্গে তুলনা করেন। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, রহিম চাচা এবং ব্যানার্জির মধ্যে পার্থক্য ঘটাতে চাইছেন বিজেপি। একই সাথে তিনি বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর কোনো অস্তিত্ত্বই পাওয়া যাবে না। উল্টোদিকে এদিন কর্মীদের উদ্যেশে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে গেলে গ্রামে গ্রামে ঘুরে মানুষের সমস্যাগুলিকে শুনতে হবে বুঝতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!