এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের সভায় কংগ্রেস বিধায়ক, শাসকদলে যোগদান নিয়ে জল্পনা চরমে

তৃণমূলের সভায় কংগ্রেস বিধায়ক, শাসকদলে যোগদান নিয়ে জল্পনা চরমে

গতকাল জামুড়িয়ার কেন্দা ময়দানে তৃণমূলের জনসভায় দেখা গেল কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে। এদিন তিনি মঞ্চে উঠে সকলের সামনে বক্তৃতা দেবার পাশাপাশি সিপিএম, বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের হাতে তুলে দেন তৃণমূলের পতাকা। তার সভায় উপস্থিতি রাজনৈতিক মহলে সৃষ্টি করেছে গুঞ্জন।

এদিন বিশ্বনাথবাবু মঞ্চ থেকে বলেন, রাস্তা দিয়ে যখন আসছি দেখছি শুধুই মানুষের মাথা। গাড়ি বারবার অবরুদ্ধ হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এত মানুষের স্বতস্ফূর্তভাবে যোগদান করেছেন। পাশাপাশি তিনি সকল গ্রামবাসীকে সাম্প্রদায়িকতার রঙ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, গ্রামে যখন ডাকাত পড়ত, তখন গ্রামের মানুষেরা সংঘবদ্ধভাবে ডাকাতদের রুখে দিত। সেইভাবে গ্রামে গ্রামে সংঘবদ্ধ হতে হবে, যেন সাম্প্রদায়িক শক্তি গ্রামে প্রবেশ করতে না পারে। প্রসঙ্গত এদিন সভাস্থলে তৈরী করা হয়েছিল তিনটি মঞ্চ যার মধ্যে একটি আসানসোল ও দুর্গাপুরের কাউন্সিলরের এবং অপরটিতে পঞ্চায়েতের সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছিল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!