এখন পড়ছেন
হোম > জাতীয় > আসছে বিধানসভা! শাসকদলের একদা অন্যতম শীর্ষনেত্রীকে কাছে টানার প্রয়াস শুরু গেরুয়া শিবিরের!

আসছে বিধানসভা! শাসকদলের একদা অন্যতম শীর্ষনেত্রীকে কাছে টানার প্রয়াস শুরু গেরুয়া শিবিরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলা, বিহারের পর এবার আরও একটি রাজ্য উঠে আসছে বিধানসভা নির্বাচনের নিরিখে। দক্ষিণের এই রাজ্য হল তামিলনাড়ু। এতদিন পর্যন্ত তামিলনাড়ুতে ক্ষমতায় ছিল এডিএমকে প্রধান জয়ললিতা। কিন্তু জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর বুকে এডিএমকের জনপ্রিয়তা ক্রমশ কমছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে জয়ললিতার মৃত্যুর সাথে সাথে এডিএমকে দলের মধ্যেও শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব এবং যা ক্রমাগত চরমে উঠছে বলে মনে করা হচ্ছে।

এই অবস্থায় বিরোধীদল ডিএমকে নিজেদের শক্তি বৃদ্ধিতে নেমেছে। অন্যদিকে এডিএমকের তামিলনাড়ুতে ক্ষমতায় ফেরা যে দিনদিন শক্ত হয়ে উঠছে তা গেরুয়া শিবিরের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আর সেভাবেই বিজেপি তাঁদের পরিকল্পনা সাজাচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এডিএমকের সঙ্গে জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলার তীব্র বিরোধ মেটাতে এবার তৎপর হয়েছে বিজেপি। প্রসঙ্গত, জয়ললিতার মৃত্যুর পর জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলার সঙ্গে এডিএমকের পালানিস্বামীদের বিরোধ চরমে ওঠে।

ইতিমধ্যে জয়ললিতার বিপুল সম্পত্তি তছনছের দায়ে শশীকলা কে যেতে হয় জেলে। অন্যদিকে এডিএমকের ক্ষমতা ছাড়তে চায়না পালানিস্বামী। এই অবস্থায় শশীকলার প্রতিনিধি দিনকরণ এবং পালানিস্বামীদের মধ্যে শুরু হয় তীব্র অন্তর্দ্বন্দ্ব। এই অবস্থায় দিনকরণকে মুখ্যমন্ত্রীত্ব দিয়ে পালানিস্বামীকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয়। কিন্তু এবার তামিলনাড়ুতে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন আর তাই শাসকদলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে বিশেষভাবে প্রচেষ্ট হয়েছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ এডিএমকে যদি অন্তর্দ্বন্দ্বের কারণে তামিলনাড়ুতে ফিরে আসতে না পারে, তাহলে বিজেপির ক্ষমতা কিছুটা খর্ব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং সেই কারণে পালানিস্বামী এবং দিনকরণের সঙ্গে একাধিকবার বিজেপি বৈঠক করেছে। অন্যদিকে ডিএমকে প্রধান করুণানিধির মৃত্যুর পর দায়িত্ব পেয়েছেন স্টালিন। সুতরাং নতুন করে ডিএমকে আবার শক্তিশালী হতে শুরু করেছে রাজ্যে। আর সেক্ষেত্রে এডিএমকের অন্তর্দ্বন্দ্বকে হাতিয়ার করে তুলতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে ডিএমকে।

অন্যদিকে করোনা সংক্রমণ তামিলনাড়ুতে মাত্রাতিরিক্ত ভাবে ছড়িয়ে যাওয়ায় সরকার বিরোধী প্রচার চালাতে যথেষ্ট সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে ডিএমকে বলে মনে করা হচ্ছে। দেশজুড়ে একের পর এক রাজ্য বিজেপির ছত্রছায়ায় আসার পর এবার তামিলনাড়ুকে নিয়ে উঠেছে বড়োসড়ো প্রশ্ন। কারণ বিজেপির জোট সঙ্গী এডিএমকে তামিলনাড়ুর ক্ষমতায় থাকলেও এবার কী হবে, তা নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে সর্বত্র। জয়ললিতা যতদিন বেঁচে ছিলেন ততদিন নিশ্চিন্তে থেকেছে গেরুয়া শিবির। কিন্তু তার মৃত্যুর পর এডিএমকে বর্তমানে ছন্নছাড়া হওয়ার পথে বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে কড়া নজর রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!