এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আতঙ্কপুরী কলকাতা, দিনের আলোয় বেলঘড়িয়ায় পরপর গুলি! তুমুল চাঞ্চল্য!

আতঙ্কপুরী কলকাতা, দিনের আলোয় বেলঘড়িয়ায় পরপর গুলি! তুমুল চাঞ্চল্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পর পর বোমা, গুলির শব্দে রীতিমত আতঙ্কগ্রস্ত এবার মহানগরীও। এতদিন বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটত। কিন্তু এবার একেবারে খাস কলকাতার বুকে ঘটে যাচ্ছে শুট আউটের মত ঘটনা। আজকে একেবারে দিনের আলোতে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যস্ততম রাস্তা বেলঘরিয়ার রথতলা মোড়ে চরম আতংকের সৃষ্টি হয়েছে।সূত্রের খবর, আজ ব্যবসায়িক কাজে ব্যস্ততম রাস্তা বেলঘরিয়ার রথতলা মোড়ের ক্রসিং পার হচ্ছিলেন অজয় মণ্ডল। নিজের গাড়ি করে তিনি সেই রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই দুই দুষ্কৃতী বাইক করে এসে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

পুলিশের অনুমান, প্রায় পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে কি কারণে এই গুলি চলেছে, সেই রহস্য উন্মোচন হয়নি। কিন্তু একেবারে ভর দুপুরে কলকাতার বুকে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে, তা মহানগরীতে একের পর এক বোমা বিস্ফোরণ, শুট আউট এবং অগ্নিকাণ্ডের মত ঘটনার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। দিনের শেষে তেমনটাই বলছেন সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!