এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখ্যমন্ত্রীর সফরকালীনই শিলিগুড়ি থেকে মাদক কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা,অস্বস্তি শাসক শিবিরে

মুখ্যমন্ত্রীর সফরকালীনই শিলিগুড়ি থেকে মাদক কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা,অস্বস্তি শাসক শিবিরে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়িতে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগদান করেছেন তিনি। এদিকে শিলিগুড়ি থেকে মাদক কাণ্ডে গ্রেফতার হলেন তৃণমূল নেতা কৌস্তভ তলাপাত্র। মুখ্যমন্ত্রীর সফর চলাকালীনই তৃণমূল নেতার গ্রেপ্তারি দলকে প্রবল অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলকে।

সম্প্রতি, গোপন সূত্রে খবর পাওয়ার পর শিলিগুড়ির ঝংকার মোড় এলাকায় পুলিশের একটি অভিযান চলে। এই অভিযানের সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন কৌস্তভ তলাপাত্র। তার আরও তিন সহযোগীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। তার এই গ্রেপ্তারি অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা যুব তৃনমূলের সাধারণ সম্পাদক অজয় শা জানিয়েছেন যে, চার বছর ধরে দলের সঙ্গে এই নেতার কোন সম্পর্ক নেই। দলের সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, কয়েক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। দলের সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। তবে, এই ঘটনায় তৃণমূলের যথেষ্টই মুখ পুড়েছে বলে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বিজেপির পক্ষ থেকে এই ঘটনার বিরুদ্ধে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বমি এ প্রসঙ্গে জানিয়েছেন যে, চোর কারবারী, গরু পাচারকারী, মাদক পাচারকারীদের আতুঁড় ঘর হলো তৃণমূল। কেন্দ্রীয় সরকারের ড্রাগস কন্ট্রোলের কাছে অভিযোগ জানাবেন তিনি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, একটা সময়ে তৃণমূল নেতা কৌস্তভ তলাপাত্রর সঙ্গে জলপাইগুড়ি যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের যথেষ্ট রকম যোগাযোগ ছিল। একসময় জলপাইগুড়িতে তৃণমূলের যুবনেতার পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। তাই তার হঠাৎ গ্রেপ্তারি একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। অন্যদিকে, আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, তৃণমূল সরকার মূলত দুটি দপ্তর চালিয়ে যাচ্ছে। একটি হলো কাটমানি দপ্তর, অন্যটি হলো ভাতা বিতরণ দপ্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!