এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েতে হিংসা আটকাতে বড় পদক্ষেপ বিজেপির, চালু হলো হেল্পলাইন নম্বর !

পঞ্চায়েতে হিংসা আটকাতে বড় পদক্ষেপ বিজেপির, চালু হলো হেল্পলাইন নম্বর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি অবধারিত এবং এই নির্বাচনকে গায়ের জোরে করতে যে সব রকম চেষ্টা করবে রাজ্যের শাসক দল, তা খুব ভালো মতোই জানে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর আক্রমণ হচ্ছে বলে খবর। আর এই পরিস্থিতিতে কর্মীদের পাশে থাকতে বড় পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই দুটি হেল্পলাইন নম্বর চালু করে কোথাও হিংসার ঘটনা ঘটলেই তা জানানোর কথা বলেছে রাজ্যের প্রধান বিরোধী দল।

সূত্রের খবর, এদিন রাজ্য বিজেপির পক্ষ থেকে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়। যা হলো, 9230978451 এবং 9230978587। পাশাপাশি একটি মেইল আইডি দিয়ে সেখানে হিংসা সংক্রান্ত যে কোনো ছবি বা ভিডিও পাঠানোর কথা জানিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। অনেকে বলছেন, এবার পঞ্চায়েতে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করতে চাইছে গেরুয়া শিবির। তবে অনেক ক্ষেত্রেই নিচুতলায় কর্মী সমর্থকরা অভিযোগ করে, যখন কর্মীরা মার খায়, তখন নেতাদের পাওয়া যায় না। তবে এবার প্রথম থেকেই সেই কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করে দুঃসময়ের সঙ্গী যে নেতারাও হতে চায়, তার বার্তা দেওয়ার জন্যই বিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যা কর্মী মহলে অত্যন্ত আশার আলো যোগাবে বলেই মত পদ্ম শিবিরের ঘনিষ্ঠ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!