এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > লাঠি হাতে সিভিক পুলিশ, উপেক্ষিত আদালতের নির্দেশ! চাপে রাজ্য!

লাঠি হাতে সিভিক পুলিশ, উপেক্ষিত আদালতের নির্দেশ! চাপে রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় অনেকদিন আগেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সিভিক পুলিশদের কোনোরকম আইনশৃঙ্খলা জনিত কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে, তখন সেই সিভিক পুলিশদের দেখা গেল লাঠি হাতে। যেখানে একাধিক জায়গায় অশান্তি আটকাতে পুলিশের সাথে সিভিক পুলিশদের সক্রিয়তা চোখে পড়েছে। যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশ ভাঙতে শুরু করেছে রাজ্য সরকার!

প্রসঙ্গত, এদিন মুর্শিদাবাদের ডোমকলে মনোনয়ন পর্ব জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। আর সেখানেই গন্ডগোল আটকাতে পুলিশের সঙ্গে রীতিমতো লাঠি হাতে ময়দানে নামতে দেখা যায় একাধিক সিভিক ভলেন্টিয়ারকে। আর এই চিত্র সামনে আসার পরেই রীতিমত রাজ্য সরকার থেকে শুরু করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীদের দাবি, এ তো সবে শুরু হয়েছে। এভাবেই তো সিভিক পুলিশদের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা রয়েছে রাজ্যের শাসক দল এবং নির্বাচন কমিশনের। আর সেই কারণেই তো কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলছে বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় অশান্তি সৃষ্টি হচ্ছে। তবে সেই সমস্ত জায়গায় কোনোমতেই সিভিক ভলেন্টিয়াররা পদক্ষেপ গ্রহণ করতে পারে না। কারণ এক্ষেত্রে আদালতের নির্দেশ রয়েছে। কিন্তু তারপরেও যেভাবে আদালতের নির্দেশ ভাঙ্গা হচ্ছে, তাতে গোটা বিষয়টি নিয়ে রাজ্য এবং কমিশনের চাপ দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!