এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুয়ারে ত্রাণের বহু আবেদন বাতিল করা হলো অধিকারী গড়ে, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ বিজেপির

দুয়ারে ত্রাণের বহু আবেদন বাতিল করা হলো অধিকারী গড়ে, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুয়ারে ত্রাণের বহু আবেদন বাতিল করে দেয়া হলো শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ঘূর্ণিঝড় যশের পর ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে দুয়ারে ত্রাণ প্রকল্পে আবেদন জানাবার নির্দেশ দেয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এরপর দুয়ারে ত্রাণ প্রকল্পে ক্ষতিপূরণ পেতে বহু মানুষ আবেদন জানান। কিন্তু তার মধ্যে বহু আবেদন ভুয়ো বলে বাতিল করে দিয়েছে প্রশাসন। দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে সবচেয়ে বেশি আবেদন বাতিল করে দিয়েছে সরকার। যা দেখে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে গেরুয়া শিবির। তবে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম থেকে সরকারের কাছে দুয়ারে ত্রানে ক্ষতিপূরণের জন্য ৩ লক্ষ ৮১ হাজার ৭৭৪ জন মানুষ আবেদন করেছিলেন। এরপর আবেদনের স্কুটিনি চলে। তারপর ১ লক্ষ ৮৬ হাজার ৮১৫ টি আবেদন বাতিল করে দিয়েছে সরকার। জেলা গুলির মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। যা হলো ১ লক্ষ ৬২ হাজার ৫৮৬। এই জেলা থেকে ৬৩ হাজার ৯৬৬ টি আবেদন বাতিল করে দিয়েছে সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, সবচেয়ে বেশি আবেদন বাতিল করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে। দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় দুয়ারে ত্রাণ প্রকল্পে আবেদন জানিয়েছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৬৫৪ জন মানুষ। যার মধ্যে ৭২ হাজার ৮৭৮ টি আবেদন বাতিল করে দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক থেকে ১৪ হাজার ৩৫০ টি আবেদন জমা পড়েছিল। তারমধ্যে ১২ হাজার ৩৯৬ টি আবেদন বাতিল করে দেয়া হয়েছে ভুয়ো আবেদন রূপে গণ্য করে।

আবার, নন্দীগ্রাম ২ ব্লক থেকে ৭ হাজার ৬২৩ টি আবেদন জমা পড়েছিল। তারমধ্যে ৬ হাজার ৫২৯ টি আবেদন বাতিল করা হয়েছে। পূর্ব মেদিনীপুর বিশেষ করে নন্দীগ্রামে এত আবেদন বাতিল করে দাওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি। তবে, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকার সমস্ত কিছু দেখে- শুনেই এ কাজ করেছে। নাহলে দক্ষিণ ২৪ পরগনাতে এতো আবেদন বাতিল করে দেয়া হতো না।

তবে, শুভেন্দু অধিকারীর জেলাতে এত সংখ্যায় ভুয়ো আবেদন যথেষ্ট প্রশ্ন তুলে দিয়েছে। প্রসঙ্গত, গতবছর আম্ফান ঝড়ের পর, এর ক্ষতিপূরণ নিয়ে যথেষ্ট অসংগতির অভিযোগ উঠেছিল। বিরোধীদের অভিযোগ ছিল, যাদের কোনো ক্ষতি হয়নি, তাদেরকেও ক্ষতিপূরণ দেয়া হয়েছে। কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপুরণ মেলেনি। তাই এবার যশ ঝড়ের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যথেষ্ট সতর্ক রাজ্য সরকার। এ কারণেই আবেদনের পর তার স্কুটিনি চলছে। স্কুটিনির পর চূড়ান্ত করা হচ্ছে। যা করতে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলাতে বহু আবেদন ভুয়ো বলে বাতিল করে দেয়া হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!