এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হতেই অস্বস্তি তৃনমূলের, শুরু বিক্ষোভ!

অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হতেই অস্বস্তি তৃনমূলের, শুরু বিক্ষোভ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই তিনি খবরের শিরোনামে ছিলেন। গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়ার পর থেকেই তার রাজনীতিতে অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছিল। সেইমত সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। আর তৃণমূলে যোগদান করার সাথে সাথেই এবার ঘাসফুল শিবিরের প্রার্থী হয়ে গেলেন বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষ। আর এই অভিনেত্রীকে প্রার্থী করার পরেই বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে।

তবে শুধু বিরোধী পক্ষ নয়, এবার আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হওয়ার পরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। যেখানে স্থানীয় কাউকে প্রার্থী না করার জন্য ক্ষোভ উগরে দিতে দেখা গেছে শাসক দলের একাংশকে। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় এখন রীতিমত অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার কালীঘাটের বাসভবন থেকে 291 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় তরুণ মুখদের পাশাপাশি সমাজের বিশিষ্ট জনেদের দেখতে পাওয়া গেছে। আর সেখানেই আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষের নাম। অনেকে মনে করেছিলেন, অভিনেত্রীকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় সফল গোষ্ঠীকে এক করে এই কেন্দ্র জয়লাভের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হেভিওয়েট এই অভিনেত্রী প্রার্থী হতে না হতেই ক্ষোভ উগরে দিতে শুরু করলেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। বহিরাগত কাউকে যে তারা প্রার্থী মানবেন না, তা প্রকাশ্যে বিক্ষোভের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে দেখা গেল শাসকদলের একাংশকে। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় নির্বাচনের আগে যে তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আর প্রার্থী নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার পরেই এবার বাড়তি হাতিয়ার পেয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলে উপযুক্ত লোকেরা সম্মান পায় না। তাই অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দলের পুরোনো লোকেদের মাথায় বসিয়ে দিচ্ছেন। যা সত্যিই অনেকের পক্ষে মানা সম্ভব না। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যে সমস্ত আসনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে রয়েছে, সেই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মুখ হিসেবে সমাজের বিশিষ্টজনেদের তুলে এনেছিলেন। যার ফলে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করবার চেষ্টা করেছিলেন তিনি।

আশা করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টনিক কাজে দেবে। কিন্তু আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হতেই যেভাবে শাসক দলের বিক্ষোভ সামলাতে কিভাবে তৃণমূল ঐক্যবদ্ধভাবে কাজ করবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দলের অন্দরে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিক্ষুব্ধদের এই বিক্ষোভ শামিল দিতে তৃণমূলের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!