এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিষেকের ত্রিপুরা অভিযানে বাধা দিতে এবার বড়সড় পদক্ষেপ বিপ্লব দেব সরকারের, জল্পনা তুঙ্গে

অভিষেকের ত্রিপুরা অভিযানে বাধা দিতে এবার বড়সড় পদক্ষেপ বিপ্লব দেব সরকারের, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তীকাল থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নজর দিয়েছেন সর্বভারতীয় স্তরে তৃণমূলের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে। আর সেক্ষেত্রে পাশের রাজ্য ত্রিপুরাতে তৃণমূল প্রথম নজর দিয়েছে। ইতিমধ্যে তৃণমূলের একাধিক হেভিওয়েট ত্রিপুরা সফর করে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বেশ কয়েকবার গিয়েছেন ত্রিপুরায়। কিন্তু তৃণমূল যখন থেকে ত্রিপুরায় সংগঠন বৃদ্ধির কাজ শুরু করেছে, তখন থেকেই সেখানকার বিজেপি সরকারের সঙ্গে তাঁদের সংঘাত লেগেই থাকছে।

রবিবার অভিষেক ব্যানার্জী আরো একবার ত্রিপুরা সফরে যেতে চলেছেন। কিন্তু তার আগেই ত্রিপুরা সরকার আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে এই নয়া পদক্ষেপ গ্রহণ করছে বলে মনে করছে রাজনৈতিক মহলের অধিকাংশ। এবার ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্য রাজ্য থেকে ত্রিপুরায় আসার 48 ঘণ্টা আগে অবশ্যই rt-pcr টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। যদি ওই রিপোর্ট কারোর না থাকে, তাহলে সেক্ষেত্রে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওই যাত্রীর আরটি-পিসিআর টেস্ট করানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং যতক্ষণ না  টেস্টের রেজাল্ট আসছে, ততক্ষণ ত্রিপুরায় সংশ্লিষ্ট যাত্রী ঢুকতে পারবেননা। কিন্তু এই নির্দেশিকা জারি হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ, কেরল, হিমাচল, সিকিম এবং মণিপুরের জন্য। হঠাৎ করে ত্রিপুরা সরকারের এই নিয়মের পেছনের আসল কারণ কি? রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতেই তড়িঘড়ি rt-pcrটেস্ট নিয়ে এই নতুন নির্দেশিকা জারি করেছে ত্রিপুরা সরকার। প্রসঙ্গত, ত্রিপুরায় কিন্তু ইতিমধ্যেই গেরুয়া শিবিরে ভাঙন ধরেছে।

চলতি মাসের 27 তারিখ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সেখানকার বিক্ষিপ্ত বিজেপি নেতা পরীক্ষিত দেববর্মা। একটা সময় তিনি ত্রিপুরার বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। আগামী 2023 সালে ত্রিপুরায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ত্রিপুরাতে শক্তি বাড়ানোর উদ্দেশ্যে ক্রমাগত চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। আপাতত ত্রিপুরা সরকারের এই নতুন নির্দেশিকা অভিষেক ব্যানার্জিকে কি আটকাতে সক্ষম হবে ত্রিপুরা অভিযানে? সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!