এখন পড়ছেন
হোম > জাতীয় > বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস অভিযুক্তের, দেশ জুড়ে বিতর্কের ঝড়

বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস অভিযুক্তের, দেশ জুড়ে বিতর্কের ঝড়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ 28 বছর পর আজকে বাবরি মসজিদ মামলার রায় বেরোলো। লখনৌয়ের বিশেষ আদালতে এই মামলার রায় ঘোষণা হয়েছে আজ। রায় ঘিরে উত্তরপ্রদেশে আগেই কড়া সর্তকতা জারি করা হয়েছিল। তবে এই রায় ঘোষণার পর তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। হাইভোল্টেজ এই মামলার রায় ঘোষণা নিয়ে বরাবরই কৌতুহল ছিল তুঙ্গে। 1992 সালের 6 ডিসেম্বর উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই নিয়ে এত বছর ধরে মামলা চলল।

মসজিদ ধ্বংসের চক্রান্তকারী মদতদাতা হিসেবে বিজেপি এবং সংঘ পরিবারের তৎকালীন সামনের সারির নেতাদের নাম জড়িয়েছিল। অন্যদিকে দীর্ঘ 28 বছর পর যখন আজকের রায়দান হলো বাবরি মসজিদ কাণ্ডের, তখন তীব্র বিতর্ক সৃষ্টি হল দেশজুড়ে। বিশেষ আদালতে আজ বাবরি মসজিদ ধ্বংস মামলায় জড়িত লালকৃষ্ণ আডবাণী, মূরলী মনোহর যোশী, উমা ভারতী সহ 32 জন অভিযুক্ত বেকসুর খালাস পেয়েছেন। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে অভিযুক্তদের কারোর কোন যোগ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোনো পূর্ব পরিকল্পনা ছিলনা বাবরি মসজিদ ধ্বংসের। এবং সিবিআই অভিযুক্তদের প্রমাণ করার মতন কোনো তথ্যপ্রমাণ জমা দিতে পারেনি। যে অডিও বা ভিডিওগুলি জমা দেওয়া হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে, সেগুলি জালিয়াতি করা হয়েছে বলে তা কোর্টে গ্রহণ হয়নি। বরং বিজেপি নেতাদের সেফ সাইডে রেখে বিচারক তাঁর রায়ে বলেন, লালকৃষ্ণ আডবাণী এবং মূরলী মনোহর যোশীর মতন নেতারা অযোধ্যায় সেসময় উপস্থিত ছিলেন সমাজবিরোধীদের বাবরি মসজিদ ভাঙ্গা থেকে বিরত করতে। বাবরি মসজিদ রায় ঘোষণার পর স্বাভাবিকভাবেই বাংলায় গেরুয়া শিবিরে উল্লাস প্রকাশ পেয়েছে।

আজকের রায় নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, বাবরি মসজিদ ধ্বংস মামলায় আডবাণী, যোশীর সহ যে 32 জনকে অভিযুক্ত করা হয়েছিল, আজকের রায়ে প্রমাণিত হল যে তাঁরা কিছুই করেননি। বাবরি মসজিদ ধ্বংসের পেছনে আসলে ছিল জনরোষ। রাম মন্দির নিয়েও এদিন রাহুল সিনহা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে, এই রায় ঘোষণার সাথে সাথে তীব্র ক্ষোভে ফেটে পড়ে দেশের বিরোধী দলগুলি। বিরোধী শিবিরের দাবি, বিচারের নামে প্রহসন হয়েছে এত বছর ধরে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, অযোধ্যা মামলার নিষ্পত্তি যেভাবে হয়েছে, তাতে বাবরি মসজিদ ভাঙার রায় এটাই হওয়া স্বাভাবিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!