এখন পড়ছেন
হোম > রাজ্য > বাঁধ ভাঙলেই সব লন্ডভন্ড, ঘূর্ণিঝড়ের মাঝেই বেড়মজুড়ে চরম আতঙ্কে সাধারণ মানুষ!

বাঁধ ভাঙলেই সব লন্ডভন্ড, ঘূর্ণিঝড়ের মাঝেই বেড়মজুড়ে চরম আতঙ্কে সাধারণ মানুষ!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাস শোনার পর থেকেই আতঙ্কগ্রস্ত হয়েছিলেন উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষ। একের পর এক নদী বাঁধ ভাঙলে কি হবে, কতটা শোচনীয় হবে এলাকাগুলো, তা নিয়ে চিন্তা তৈরি হয়েছিল সকলের মধ্যেই। এমনকি রেমালের দাপট আছড়ে পড়ার পরেও সেই চিন্তা কাটেনি। আর আজ সকাল থেকেই তাই বিভিন্ন জায়গায় বাধ মেরামতির কাজ শুরু হয়েছে। যে বাঁধ ভেঙ্গে গেলে প্রবল ক্ষতি হতে পারে বলে আতঙ্কিত হয়ে পড়েছেন বেড়মজুর এলাকার সাধারণ মানুষরা।

সূত্রের খবর, গতকালই রেমালের দাপট আছড়ে পড়ে। তবে আজ সকাল থেকেই পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপর হয়ে পড়েছেন বেরমজুর এলাকার স্থানীয় বাসিন্দারা। এখানে এক একটি অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছে। যেখানে বাঁশ দিয়ে মেরামতির কাজ শুরু করা হয়েছে। কেননা এই এলাকায় যদি বাঁধ ভেঙে যায়, তাহলে প্রচুর ঘরবাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্বাভাবিক ভাবেই বড় কিছু ঘটার আগে এখন থেকেই পরিস্থিতি মোকাবিলায় রীতিমত জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন এলাকার অধিবাসীবৃন্দ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!