এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পথের কাঁটা বিজেপিতে, হরিরামপুরে নিজের জয় নিশ্চিত করতে পারবেন বিপ্লব?

পথের কাঁটা বিজেপিতে, হরিরামপুরে নিজের জয় নিশ্চিত করতে পারবেন বিপ্লব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এককালে হরিরামপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। 2011 সালেই হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। কিন্তু তারপর হরিরামপুরে তৃণমূলের সর্বেসর্বা হয়ে উঠেছিলেন শুভাশিস পাল প্রথম দিকে তিনি বিপ্লব মিত্রের অনুগত হলেও ধীরে ধীরে তার সাথে বিপ্লববাবু দূরত্ব বাড়তে শুরু করে।

এমনকি পরবর্তীতে তা ভয়াবহ আকার ধারণ করে। মাঝে বিপ্লব মিত্র যেমন বিজেপিতে চলে গিয়েছিলেন, ঠিক তেমনই জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হয়ে উঠেছিলেন শুভাশিস পাল। কিন্তু বিপ্লব মিত্র আবার তৃণমূল কংগ্রেসের ফেরার পরই দল থেকে তাকে বহিষ্কার করা হয়। আর তারপরেই কিছুদিন আগে তিনি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। বর্তমানে সেই বিপ্লব মিত্র হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

স্বাভাবিক ভাবেই এতকাল বিপ্লববাবুকে পর্যুদস্ত করতে দলের ভেতরে থেকে সোনা পাল চেষ্টা করলেও এবার সরাসরি বিপ্লববাবুর বিরুদ্ধে বিরোধিতা করতে দেখা যাবে তাকে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তৃণমূলের দাপুটে নেতা সোনা পাল বিজেপিতে গেলে বিপ্লববাবু কিভাবে হরিরামপুরে জয়লাভ করবেন, এখন তা নিয়েই রীতিমত চর্চা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা রাজনীতিতে।

পর্যবেক্ষকরা বলছেন, হরিরামপুরের সোনা পাল এতদিন তৃণমূলের ভোটব্যাংক ধরে রেখেছিলেন। তবে বিপ্লব মিত্রের সঙ্গে তাঁর শত্রুতা ক্রমশ বাড়তে শুরু করেছিল। তাই সেই বিপ্লব মিত্র তৃণমূলের টিকিট পাওয়ার পরেই সোনা পাল চলে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। বর্তমানে হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছে নীলাঞ্জন রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই নীলাঞ্জনবাবুকে জেতাতে এবং বিপ্লব মিত্রকে পরাজিত করতে এখন সোনা পাল যে জান-প্রাণ লাগিয়ে দেবেন, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে বিপ্লব মিত্রের মত অভিজ্ঞ রাজনীতিবিদ কিভাবে ভোট কাটাকুটির অংককে এড়িয়ে গিয়ে জয়লাভ করবেন, তা নিয়েই চিন্তা তৈরি হয়েছে তৃণমূলের একাংশের মধ্যে। তবে জয়ের ব্যাপারে অবশ্য 100 শতাংশ আশাবাদী বিপ্লব মিত্র। তার দাবি, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে। কে কোথায় গেল, কে কোথায় এল, তা নিয়ে মানুষ ভাবিত নয়।

এবারের নির্বাচনে বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হরিরামপুরে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। তবে বিপ্লববাবু এই দাবি করলেও, তাকে উড়িয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাদের পাল্টা দাবি, তৃণমূল এখন পিসি- ভাইপোর কোম্পানিতে পরিণত হয়েছে। দলের গুরুত্বপূর্ণ নেতারা যারা দুর্দিনে দলকে সামলেছিলেন, তারা এখন বিজেপিতে যোগদান করছেন।  তাই সকলকে নিয়ে এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি।

বিশ্লেষকরা বলছেন, হরিরামপুরে ব্যাপক সংখ্যালঘু ভোট রয়েছে। স্বাভাবিকভাবেই সেই সংখ্যালঘুদের সমর্থন পেতে তৃণমূল মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এতদিন তৃণমূলের নেতা হিসেবে এখানে সোনা পাল সেই সমস্ত সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাই তিনি বিজেপিতে যাওয়ার পর সেই সংখ্যালঘু ভোটের পুরোটা তৃণমূলের দিকে নাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যা নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে তৃণমূল নেতৃত্বের। সব মিলিয়ে কে জয়লাভ করে হরিরামপুর বিধানসভা কেন্দ্রে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!